ত্রিপুরা চা উন্নয়ন নিয়মের উদ্যোগে এবং টি বোর্ড অফ ইন্ডিয়ার সহযোগিতায় ‘রান ফর টি’ নামে এক দৌড়ের আয়োজন করা হয় মঙ্গলবার। র্যালিটি বীরচন্দ্র স্টেট সেন্ট্রাল লাইব্রেরীর প্রাঙ্গণ থেকে শুরু হয়। ‘রান ফর টি’র সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী শান্ত্বনা চাকমা, যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী টিংকু রায়, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, শিল্প ও বাণিজ্য দপ্তরের সচিব কিরণ গিত্যে, দপ্তরের অধিকর্তা বিশ্বশ্রী বি প্রমুখ। অনুষ্ঠানে পৌরহিত্য করেন ত্রিপুরা চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সমীর রঞ্জন ঘোষ। র্যালিটি বীরচন্দ্র স্টেট লাইব্রেরী থেকে শুরু হয় শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে ফের বীরচন্দ্র লাইব্রেরীতে এসে শেষ হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সান্তনা চাকমা বলেন, আমাদের একটাই লক্ষ্য রাজ্যের শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়া। তিনি বলেন, প্রধানমন্ত্রী স্লোগান ‘লোকাল ফর ভোকাল’ এবং আত্মনির্ভর ভারত গড়া। বিজেপি সরকার আসার পর রাজ্যের চা এর উন্নয়নে নজর দিয়েছে।