Saturday, July 27, 2024
বাড়িখবররাজ্যরাজ্যের প্রথম বিদ্যা সমীক্ষা কেন্দ্রের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা

রাজ্যের প্রথম বিদ্যা সমীক্ষা কেন্দ্রের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা

মঙ্গলবার রাজ্যের প্রথম বিদ্যা সমীক্ষা কেন্দ্রের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। রাজধানীর শিশু বিহার স্কুলের পুরনো কমপ্লেক্স এই বিদ্যা শিক্ষা কেন্দ্রের উদ্বোধন হয়। উদ্বোধকের ভাষণে মুখ্যমন্ত্রী বলেন দেশের মোট ১৩ কোটি শিক্ষার্থী যুক্ত রয়েছে এই বিদ্যা সমীক্ষা কেন্দ্রের সঙ্গে।রাজ্যের বনেদী স্কুল শিশু বিহার স্কুলের পুরোনো কমপ্লেক্সে মঙ্গলবার উদ্বোধন হলো বিদ্যা সমীক্ষা কেন্দ্রের। সমগ্র শিক্ষা ত্রিপুরার উদ্যোগে তৈরি হওয়া এই বিদ্যা সমীক্ষা কেন্দ্রের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা।অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের বিদ্যালয় শিক্ষা দপ্তরের বিশেষ সচিব রাভল হেমেন্দ্র কুমার এবং বুনিয়াদী শিক্ষা অধিকর্তা, স্মিতা মল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ত্রিপুরার সমগ্র শিক্ষা মিশনের রাজ্য প্রকল্প অধিকর্তা, নৃপেন্দ্র চন্দ্র শর্মা। অনুষ্ঠানে ২ জন প্রাথমিক শিক্ষক-শিক্ষিকা এবং ৩টি ‘পি এম শ্রী’ বিদ্যালয়ের প্রধানদের হাতে ট্যাব তুলে দেওয়া হয়েছে। প্রাপ্ত তথ্য ও প্রযুক্তির ব্যবহার করে প্রতিটি শিক্ষার্থী কতটা শিখতে পারলো, সেটা সমীক্ষা ও বিশ্লেষণের মাধ্যমে শিখন ফলাফলে প্রভূত উন্নতি ঘটানো এই বিদ্যা সমীক্ষা কেন্দ্রের প্রধান উদ্দেশ্য। বিদ্যা সমীক্ষা কেন্দ্র প্রকৃতপক্ষে শিক্ষা দপ্তরের কমান্ড ও কন্ট্রোল সেন্টারের মতো কাজ করবে। সারা রাজ্য থেকে বিদ্যালয় সম্পর্কিত সব ধরনের সংগৃহীত তথ্য বা ডাটা, কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মেশিন লার্নিং -এর সহায়তায় কল্পনাতীত দ্রুততার সঙ্গে বিশ্লেষণ করে কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের বিভিন্ন শিক্ষাগত উন্নয়নমূলক প্রকল্পগুলোর রূপায়নের ক্ষেত্রে কী কী প্রতিবন্ধকতা রয়েছে সেগুলো সুস্পষ্টভাবে জানা সম্ভব হবে। তারপর এই গ্যাপগুলো দূর করে সফলভাবে প্রকল্পগুলো রুপায়ন করা সম্ভব হবে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা নস্টালজিক হয়ে বলেন, শিশু বিহার স্কুলের নার্সারি বিভাগের ছাত্র ছিলেন তিনি। স্কুলের শিক্ষার্থীরা নিজেদের গর্বিত মনে করে। তিনি বলেন, শুরুটা হল এই স্কুল থেকে। আশা করা হচ্ছে রাজ্যের বিভিন্ন প্রান্তে এই ধরনের বিদ্যা সমীক্ষা কেন্দ্রের উদ্বোধন হবে। তিনি বলেন, দেশের মোট ১৩ কোটি শিক্ষার্থী যুক্ত রয়েছে এই বিদ্যা সমীক্ষা কেন্দ্রের সঙ্গে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

thirteen − twelve =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য