প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গৃহীত পরিকল্পনার সুবাদে অচিরেই দেশের মানচিত্রে উজ্জল নক্ষত্র হিসেবে জায়গা করে নিচ্ছে ত্রিপুরা। রবিবার সকালে আগরতলার এমবিবি বিমানবন্দরে মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের ব্রোঞ্জ মুক্তির আবরণ উন্মোচন করে বললেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা ।তিনি জানান, খুব সহসাই এমবিবি বিমানবন্দর থেকে আন্তর্জাতিক উড়ান চলাচলের ব্যবস্থা হচ্ছে।এক সময়কার সিঙ্গার বিল এয়ারপোর্ট বর্তমানে এমবিবি এয়ারপোর্ট নামে পরিচিত। প্রতিদিনই এই বিমানবন্দরে যাত্রী উঠানামার সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে ।বর্তমানে প্রায় ৪ হাজার যাত্রী প্রতিদিন এই বিমানবন্দরে উঠানামা করছে। রবিবার এই আন্তর্জাতিক বিমানবন্দরে মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরে ব্রঞ্জের তৈরি মূর্তির আবরণ উন্মোচিত হলো ।আবরণ উন্মোচন করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা ।মুখ্যমন্ত্রী জানান ,প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গোটা উত্তর পূর্বাঞ্চলকে উন্নয়নের মূল স্রোতে নিয়ে যাবার উদ্যোগ। নিয়েছেন ।এরই সুবাদে ত্রিপুরা আজ দেশের মানচিত্রে উজ্জ্বল নক্ষত্র হিসেবে স্থান করে নিতে পেরেছে ।এই ক্ষেত্রে বিশেষ ভূমিকা নিয়েছে এককালের সিঙ্গারবিল এয়ারপোর্ট অধুনা এমবিবি আন্তর্জাতিক বিমানবন্দর। অবিলম্বে এই বিমানবন্দর থেকে আন্তর্জাতিক উরাণ উঠানামা করবে ।এর জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।বিমানবন্দরটি মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের নামে নামকরণ করা হলেও এতদিন বিমানবন্দরে মহারাজার কোন মর্মর মূর্তি ছিল না ।এদিন এমবিবি বিমানবন্দরে ত্রিপুরার রুপাকার মহারাজার মর্মর মূর্তি বসানো হলো । এই মর্মর মূর্তি স্থাপনে ব্যয় হয়েছে ৩৫ লক্ষ টাকা।