কালীপুজোর দিন বাড়ির টিউবয়েলের গর্ত থেকে মিলল ব্রোঞ্জের কালী প্রতিমা।অবাক করার মত ঘটনা শনিবার দুপুরে রাজধানীর নন্দন নগর স্কুল চৌমুহনি এলাকার নিতাই রুদ্র পালের বাড়িতে।রাজধানীর নন্দ নগর স্কুল চৌমুহনী এলাকার নিতাই রুদ্র পালের বাড়িতে। শনিবার শিব চতুর্দশীর দিন মানত করা কালীপুজো ছিল। পুজুর দিন দুপুরে বাড়ির জলের একমাত্র উৎস টিউবওয়েল দিয়ে জল আসছিল না। বাড়ির লোকজনরা টিউবওয়েল এর ওয়াসার নষ্ট হয়েছে ভেবে সেটি খুলে তখন যার নামে এই কালীপুজো সে ঘটনাস্থলে এগিয়ে যায় এবং টিউবওয়েলের গর্তে সূর্যের আলোয় টিকনিক করা একটি বস্তু দেখতে পায় বিষয়টি জেনে বাড়ির অন্যান্যরা টিউবওয়েলের গর্ত থেকে সেটি টেনে বের করেন এটি একটি ব্রোঞ্জের কালি মূর্তি উচ্চতা ৫ ইঞ্চির মত। সাথে সাথে তারা বাড়ির পুরোহিত কে খবর দেন এবং পুরো হিতের নির্দেশমতো সেটি ধুয়ে ঠাকুর ঘরে এনে রাখেন। এদিন বাড়ির গৃহবধূ এই সংবাদ জানিয়েছেন।তিনি আরো জানান টিউবয়েলের গর্ত থেকে পাওয়া কালী প্রতিমা টির তাদের ঠাকুরঘরেই থাকবে এবং এর নিত্য পুজোর ব্যবস্থা করবেন ।এই ঘটনা শুনে নিতাই রুদ্র পালের বাড়িতে উৎসব জনতার ভিড় জমে।