Saturday, July 27, 2024
বাড়িখবররাজ্যরাজ্যের সমস্ত সরকারী কার্যালয়ে সোলার সিস্টেম চালুর পরিকল্পনা রয়েছে সরকারের - রতন

রাজ্যের সমস্ত সরকারী কার্যালয়ে সোলার সিস্টেম চালুর পরিকল্পনা রয়েছে সরকারের – রতন

নতুন কৌশল সোলার পদ্ধতির মধ্য দিয়ে রাজ্যে ১২০ মেগা ওয়ার্ড বিদ্যুৎ উৎপাদন করতে চলেছে রাজ্য সরকারের বিদ্যুৎ দপ্তর এবং সারা রাজ্যে যতগুলো সরকারি কার্যালয় রয়েছে সেগুলিতে সোলার সিস্টেম বসানোর চেষ্টা চালানো হচ্ছে কেননা এর মধ্য দিয়ে বিদ্যুতের মাশুল কম আসবে এবং আগামী দিনে আমাদের গ্যাসের যে ঘাটতি সেই ঘাটতি পূরণে সহায়ক হবে এই পদ্ধতি শুরু হলে। সোমবার কর্পোরেট কার্যালয়ে কলকাতার পেয়ারলেস হাসপাতাল এবং সার্প সাইট আই সেন্টারের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে অনুষ্ঠিত মেগা স্বাস্থ্য শিবিরে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এমনটাই জানালেন বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ। এ দিনের শিবিরে বিদ্যুৎ মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা পুরো নিগমের মেয়র দীপক মজুমদার সহ দপ্তরের অধিকর্তারা। এদিন বিদ্যুৎ মন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে আরো বলেন এই পদ্ধতিতে রাজ্যের অর্থনৈতিক বিকাশ ঘটবে এবং আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশের বিদ্যুতের প্রচুর পরিমাণ চাহিদা রয়েছে সে দিকে লক্ষ্য রেখে আমরা বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি বিক্রয়ও করতে পারবো যার ফলে রাজ্যে অর্থনৈতিক বিকাশ ঘটবে এবং এখন কোন ইলেকট্রিক লাইনে যদি ব্যাঘাত ঘটে সেটা ঠিক করতে গেলে বিদ্যুৎ পরিষেবা বন্ধ রেখে ছাড়াই করতে হয় সেটাকেই বিদ্যুৎ পরিষেবা বন্ধ না করে যেন সাড়াই করা যায় সেই নতুন পদ্ধতি নিয়ে আসতে চলেছে রাজ্য সরকার বলে জানিয়েছেন রাজ্যের বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ। এদিনের অনুষ্ঠানকে কেন্দ্র করে দপ্তরের কর্মকর্তাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল লক্ষণীয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

7 + 4 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য