ইংরেজি নববর্ষের প্রথম দিনে ত্রিপুরা পাওয়ার ট্রান্সমিশন লিমিটেডর উদ্যোগে ২০২৪ সালের ক্যালেন্ডার প্রকাশ করা হয়। উপস্থিত ছিলেন বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ। ত্রিপুরা ইলেক্ট্রিসিটি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান ডি রাধাকৃষ্ণান, ত্রিপুরা পাওয়া ট্রান্সমিশন লিমিটেডের জেনারেল ম্যানেজার রঞ্জন দেববর্মন ।অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ বলেন যে কাজগুলি হাতে নেওয়া হয়েছে সেগুলি কমপ্লিট করে আমাদের আরও এগিয়ে যেতে হবে। বিভিন্ন কাজের মধ্যদিয়ে আগামিদিনে ভারতবর্ষ বিশ্বগুরুর আসনে বসার জন্য চেষ্টা করছে। তিনি বলেন সমাজ গড়ার কারিগর যেমন শিক্ষক তেমনি পরিকাঠামো গড়ার কারিগর হলেন বিদ্যুত কর্মীরা। আধুনিক সমাজের বিশ্বকর্মা হলেন বিদ্যুত কর্মীরা সুতরাং তাদের দায়িত্ব অনেক বেশি। রাজ্যের প্রতিটি ঘরে যেন বিদ্যুত পৌঁছে যায় সেই দায়িত্ব বিদ্যুত কর্মীদের নিতে হবে।