Saturday, July 27, 2024
বাড়িখবররাজ্যপ্রজ্ঞা ভবনে দপ্তরের আধিকারিকদের সাথে নিয়ে মৎস্য দপ্তরে ৫৫ জন এবং এআরডি...

প্রজ্ঞা ভবনে দপ্তরের আধিকারিকদের সাথে নিয়ে মৎস্য দপ্তরে ৫৫ জন এবং এআরডি দপ্তরের ১৭ জনের হাতে হলুদ খামে অফার তুলে দিলেন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস

রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে অব্যাহত রয়েছে অফার বন্টন প্রক্রিয়া। প্রায় প্রতিদিনই কোন না কোন দপ্তরের মন্ত্রীরা নিজ নিজ দপ্তরে চাকুরী প্রাপ্তদের হাতে তুলে দেখছেন হলুদ খামের মধ্যে করে অফার। আর এই অফার প্রদান করা হচ্ছে জেআরবিটি পরীক্ষায় সফলতার সাথে উত্তীর্ণ বেকার যুবক-যুবতীদের হাতেই। গত পূজার আগেই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে রাজ্য সরকার ঘোষণা করে জেআরবিটি পরীক্ষার ফলাফল। আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা হবার পর ধারাবাহিকভাবেই চলছে বিভিন্ন দপ্তরে ঘোষিত ফলাফলের উপর নিয়োগ প্রক্রিয়া। খাদ্য, পরিবহন, সমবায় দপ্তর সহ একাধিক দপ্তরে এলডিসি পদে নিয়োগ প্রাপ্তদের হাতে অফার তুলে দেওয়ার পর, এবার মৎস্য দপ্তর ও এ আর ডি দপ্তরে অফার পেলেন ৭২ জন। বৃহস্পতিবার আগরতলা গোর্খাবস্তি স্থিত প্রজ্ঞা ভবনে দপ্তরের আধিকারিকদের সাথে নিয়ে মৎস্য দপ্তরে ৫৫ জন এবং এআরডি দপ্তরের ১৭ জনের হাতে হলুদ খামে অফার তুলে দিলেন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। চাকুরী প্রাপকদের হাতে আনুষ্ঠানিকভাবে অফার তুলে দেবার আগে মন্ত্রী শ্রীদাস জানান, খুব শীঘ্রই তাদেরকে দেওয়া হবে জয়েনিং লেটার। এই নিয়োগের ফলে দপ্তর আরো বেশি শক্তিশালী হবে। বিগত বেশ কিছুদিন ধরেই দপ্তরে কিছু কর্মী সল্পতা ছিল। নতুন নিয়োগের ফলে এই স্বল্পতা অনেকটা দূর হবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

seven + 19 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য