Saturday, July 27, 2024
বাড়িখবররাজ্যমন্ত্রী সুধাংশু দাশের উপস্থিতিতে কৈলাসহরের সার্কিট হাউসে অনুষ্ঠিত হল রিভিউ মিটিং

মন্ত্রী সুধাংশু দাশের উপস্থিতিতে কৈলাসহরের সার্কিট হাউসে অনুষ্ঠিত হল রিভিউ মিটিং

তফসিলি জাতি সম্প্রদায়, প্রাণিসম্পদ বিকাশ দপ্তর ও মৎস্য দপ্তরের আধিকারিকদের নিয়ে ঊনকোটি জেলাভিত্তিক রিভিউ মিটিং, মন্ত্রী সুধাংশু দাশের উপস্থিতিতে কৈলাসহরের সার্কিট হাউসে অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের অধিকর্তা নীরজ কুমার চঞ্চল, মৎস্য দপ্তরের অধিকর্তা সন্তোষ দাস, ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস সহ জেলার সমস্ত পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ও সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা। বৈঠকের শুরুতে মন্ত্রী সুধাংশু দাস সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে জানান, রাজ্যের আট জেলায় এ ধরনের মিটিং হয়েছে। দুধ, ডিম ও মৎস্য উৎপাদনে ঊনকোটি জেলাকে স্বয়ংসম্পূর্ণ করার লক্ষ্যেই এ ধরনের বৈঠক। মন্ত্রী বলেন, আমরা দায়িত্ব নেওয়ার পর আটটি জেলাতে তিন দপ্তরের রাজ্য ভিত্তিক রিভিউ মিটিং করেছি। যে সমস্ত প্রজেক্ট বা স্কিম গুলো চলছে তার কতটুকু অগ্রগতি হয়েছে এবং সেই সমস্ত স্কিম গুলো মানুষের কাছে কিভাবে পৌঁছে যাচ্ছে এগুলোকে বিস্তারিতভাবে খতিয়ে দেখতে আমরা বৈঠক করছি। প্রথম ও দ্বিতীয় পর্যায়ে রাজ্য ভিত্তিক রিভিউ বৈঠক শেষ করেছি। এখন জেলা ভিত্তিক দ্বিতীয় পর্যায়ে বৈঠক চলছে। ইতিমধ্যে ধলাই জেলা শেষ করেছি, চৌদ্দ ডিসেম্বর বৃহস্পতিবার ঊনকোটি জেলায় হয়েছে। আগামী জানুয়ারি মাসের মধ্যে রাজ্যের সব কয়টি জেলায় দ্বিতীয় পর্যায়ের বৈঠক শেষ করা হবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

3 + three =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য