Saturday, July 27, 2024
বাড়িখবররাজ্য২০১৯ সাল থেকে এখন পর্যন্ত ১৩৫০ টি নিউরো সার্জারি করা হয়েছে আগরতলার...

২০১৯ সাল থেকে এখন পর্যন্ত ১৩৫০ টি নিউরো সার্জারি করা হয়েছে আগরতলার জিবিপি হাসপাতালে, জানালেন এ জি এম সি এন্ড জি বি পি হাসপাতালের নিউরো বিভাগের প্রধান চিকিৎসক ডাঃ সিদ্ধা রেড্ডি

আগরতলা জিবি হাসপাতালে বৃহস্পতিবার রুটিন সাংবাদিক সম্মেলন করা হয়। এদিন এই সাংবাদিক সম্মেলনে আগরতলা সরকারি মেডিক্যাল কলেজ এবং জি বি পি হাসপাতালের নিউরো বিভাগের এ যাবত সময়ের কাজকর্ম তুলে ধরা হয়। এদিন নিউরো বিভাগের দায়িত্বে থাকা ডাঃ সিদ্ধা রেড্ডি জানান এ জি এম সি এবং জিবিপি তে ২০১৯ সালে এই বিভাগের সুচনা হয়। এর পর থেকে এখন পর্যন্ত এই বিভাগের কাজকর্মের অনেক প্রসার ঘটেছে। এখন পর্যন্ত ১৩৫০ টি নিউরো সার্জারি করা হয়েছে। বর্তমানে হাসপাতালে দুই জন নিয়মিত নিউরো সার্জন রয়েছেন। তিনি জানিয়েছেন জিবিতে সবচেয়ে বেশী আসে ট্রমা কেইস। ফলে এ ক্ষেত্রে প্রয়োজনে তৎক্ষণাৎ সার্জারি পর্যন্ত করতে হয়। সে দিকে লক্ষ্য রেখে এখন হাসপাতালে সপ্তাহে একদিন ও পি ডি করা হচ্ছে। তবে সরকার চেষ্টা করে যাচ্ছে আরও বেশী সংখ্যক নিউরো সার্জেন আনার জন্য। তিনি এদিন এমনটাও জানান যে নিউরো সার্জেনের সংখ্যা বাড়লে ও পি ডি’ র সংখ্যা পরবর্তী সময় বাড়ানো যাবে। এদিন তিনি এমনটাও জানান যে সম্প্রতি এই বিভাগে ব্রেইন এন্ডস্কোপি চালু করা হবে। আশা করা হচ্ছে মাস দুয়েক এর মধ্যেই এই এন্ডোস্কপি মেসিন চলে আসলে এক্ষেত্রে আর কোন রোগীকে বাইরে যেতে হবে না। এখন এই ক্ষেত্রে বাইরে যাবার প্রবণতা অনেক কমে গেছে। আর নিউরো এন্ডস্কোপি পরিষেবা চালু হলে তা শূন্যের কোঠায় চলে আসবে বলে জানান তিনি। এদিন এমনটাও জানানো হয় সম্প্রতি নতুন আরেকটি বিল্ডিং হচ্ছে যেখানে আরেকটি নিউরো ওটি থাকবে। এতে করে পরিষেবা প্রদানের দিক থেকে অনেক সুবিধা হবে। এদিন সাংবাদিক সম্মেলনে হাসপাতালের ডেপুটি সুপার ডাঃ মনিরুল ইসলাম জানান রাজ্য সরকার এই বিভাগে ৬ জন সিনিয়র রেসিডেন্ট চেয়ে সর্ব ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যমে বিজ্ঞাপন দিয়েছিল। কিন্তু পাওয়া যায় নি। পুনরায় আবার দেওয়া হবে। তিনি এদিন জানান এর পাশপাশি ব্যাক্তিগত স্তরেও নিউরো সার্জেনের খোঁজ করা হচ্ছে। সাড়া ভারতে এ ক্ষেত্রে সংকট রয়েছে। উত্তর পূর্বের মধ্যে গৌহাটির পর একমাত্র রাজ্যেই এ জি এম সি ও জিবিতে দুই জন নিয়মিত নিউরো সার্জেন রয়েছে। সব দিক থেকে আরও নিউরো সার্জেন পাওয়া গেলেই এ ক্ষেত্রে পরিষেবা বৃদ্ধি করা যাবে বলে এদিন সাংবাদিক সম্মেলনে জানানো হয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

13 − 10 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য