Saturday, July 27, 2024
বাড়িখবররাজ্যআই জি এম হাসপাতাল চত্বর থেকে চুরি বাইক , প্রশ্নের মুখে হাসপাতালের...

আই জি এম হাসপাতাল চত্বর থেকে চুরি বাইক , প্রশ্নের মুখে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থার

চুরি ছিনতাই রাজ্যে এখন স্বাভাবিক ঘটনা। প্রায় প্রতিদিনই আগরতলা সহ রাজ্যের বিভিন্ন এলাকায় সংঘটিত হচ্ছে এধরনের চুরি ছিনতাই। পুলিশকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে পুজোর প্রাক মুহূর্তেও চোরচক্র অব্যাহত রেখেছে এধরনের ঘটনা। আর এদের হাত থেকে রেহাই পাচ্ছেনা সরকারি কর্মচারীরাও। সাধারণ মানুষের সাথে কর্মচারীরাও এখন পড়ছেন চোরচক্রের খপ্পরে। বুধবার রাতে এমনটাই দেখা গেল আগরতলা আইজিএম হাসপাতাল চত্বরে। হাসপাতালের কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যেই পুলিশকে চ্যালেঞ্জ জানিয়ে এদিন স্বাস্থ্য কর্মীর বাইক চূরি করলো বাইক চোর। বিলোনিয়ার স্থায়ী বাসিন্দা আগরতলা কৃষ্ণনগর এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাসকারী খোকন চন্দ্র দাস। আইজিএম হাসপাতালের ব্লাড ব্যাংকে ল্যাব টেকনিশিয়ান হিসেবে কর্মরত। এদিন সান্ধ্যকালীন ডিউটি শেষ করে বাড়ি যাবার জন্য শ্রীদাস কাউন্টারের সামনে রাখা বাইকের কাছে এসে প্রত্যক্ষ করেন তার বাইকটি সেখানে নেই। অথচ এই হাসপাতাল চত্বরেই রয়েছে সরকারি বেসরকারি নিরাপত্তা কর্মীরা। তাদের উপস্থিতিতেই বাইক চোর নিরাপদে তার বাইকটি হাতিয়ে নেয়। পরে গোটা হাসপাতাল চত্বরে অনেক খোঁজাখুঁজির পরেও বাইকের কোন সন্ধান না পেয়ে ব্লাড ব্যাংকের ল্যাব টেকনিশিয়ান দ্বারস্থ হন পশ্চিম থানা। নিরাপত্তা ব্যবস্থার মধ্যেই এভাবে স্বাস্থ্যকর্মীর বাইক চুরির ঘটনাকে ঘিরে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য দেখা দেয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

four + 18 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য