Saturday, July 27, 2024
বাড়িখবররাজ্যগোপন সূত্রে অভিযান চালিয়ে পূর্ব থানার হাতে আটক কুখ্যাত চুর উদ্ধার হয়...

গোপন সূত্রে অভিযান চালিয়ে পূর্ব থানার হাতে আটক কুখ্যাত চুর উদ্ধার হয় চুরি যাওয়া সামগ্রী ও

গোটা রাজ্যেই চলছে চোর পুলিশের খেলা। পুলিশকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েই চোরচক্র একের পর এক চুরি কান্ড সংঘটিত করে চলেছে। আর এতে করে একাংশ লোক যেমন ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন, ঠিক তেমনি আবার চোর চক্রের যন্ত্রণায় অতিষ্ট হয়ে আতঙ্কে দিন যাপন করছেন সাধারণ মানুষ। পুলিশ কিছুতেই যেন চুরি কান্ডের ঘটনা লাগাম টানতে পারছে না। তবে মাঝেমধ্যে গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ কিছুটা সাফল্য যে পাচ্ছেনা এমনটা কিন্তু নয়। তা আরো একবার প্রত্যক্ষ করা গেল রাজধানী আগরতলায়। গোপন খবরের ভিত্তিতে পূর্ব থানার পুলিশ অভিযানে নেমে একের পর এক পাঁচজন কুখ্যাত চোরকে জালে তুলতে সক্ষম হয়। একই সাথে পুলিশ উদ্ধার করে চুরি যাওয়া বেশ কিছু সামগ্রী। উদ্ধারকৃত সামগ্রীগুলির মধ্যে রয়েছে চারটি ল্যাপটপ, দুটি স্মার্ট ফোন, একটি এলইডি টিভি, বাইকের ইঞ্জিন ও বেশ কিছু পরিমাণ রড। রাজধানীর লেইক চৌমনি বাজার থেকে প্রথমে রাজিব কর্মকার নামে এক চোরকে আটক করে পুলিশ। পরে তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে প্রতাপগড় ও মহারাজগঞ্জ বাজার এলাকা থেকে আরো চারজন কুখ্যাত চোরকে জালে তুলতে সক্ষম হয়। ধৃতদের পুলিশ রিমান্ডে আদালতে তুলবে পুলিশ। পূর্ব থানায় এক সাংবাদিক সম্মেলনে পুলিশের এই সাফল্যের কথা তুলে ধরে একথা জানান সদরের পুলিশ সুপার কিরণ কুমার কে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

four × two =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য