রাজ্য বাসীর গর্ব ত্রিপুরা স্টেট রাইফেলস বাহিনী। একটা সময় সন্ত্রাসবাদ মোকাবেলা করতে সরকার গঠন করে এই বাহিনী। বাহিনীর জওয়ানদের তৎপরতাতেই অশান্ত রাজ্য শান্ত হয়ে উঠে। আর এই লড়াই করতে গিয়ে বহু টিএসআর জওয়ান আত্ম বলিদান দিয়েছেন। উগ্রবাদী দমনে এই টিএসআর জওয়ানদের ভূমিকা অপরিসীম। শুধু তাই নয়, রাজ্যের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এখনো দিবারাত্র কাজ করে চলেছে টিএসআর জওয়ানরা। ১৯৯০ সালে রাজ্যে গঠিত হয় ত্রিপুরা স্টেট রাইফেলস তথা টিএসআর দ্বিতীয় বাহিনী। মঙ্গলবার এই বাহিনীর ৩৩ তম প্রতিষ্ঠা দিবস। প্রতিবছরই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে নানা কর্মসূচি সংঘটিত করে থাকে জওয়ানরা। এবারও তার ব্যতিক্রম নয়। বাহিনী ৩৩ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মূল অনুষ্ঠানটি হয় আর কে নগর প্রধান কার্যালয়ে। সেখানে আয়োজিত অনুষ্ঠান শুরু হয় শহীদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে।পরে অনুষ্ঠিত হয় এক স্বেচ্ছা রক্তদান শিবির। এছাড়াও এদিনের এই অনুষ্ঠানে শহীদ জওয়ানদের পরিবারের সদস্যদের জানানো হয় সম্মান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিএসআর এর আইজিপি জিএস রাও, ডিজিপি কেরি মারাক সহবাহিনীর উচ্চপদস্থ আধিকারিকরা।