Thursday, December 5, 2024
বাড়িখবররাজ্যমদ এবং জোয়ার রমরমায় অতৃষ্ঠ এলাকার প্রমিলারা। বাধা দানে মহিলাদের দেখে নেওয়ার...

মদ এবং জোয়ার রমরমায় অতৃষ্ঠ এলাকার প্রমিলারা। বাধা দানে মহিলাদের দেখে নেওয়ার হুমকি কারবারীদের। ঘটনা সোনামুড়া থানার অন্তর্গত রবীন্দ্রনগর বাজার সংলগ্ন নম পাড়ায়

ঘটনার বিবরনে জানা যায় আজ দীর্ঘদিন যাবত ওই এলাকার একাংশ কারবারিদের রমরমা বাণিজ্যে এলাকার শান্তিপূর্ণ পরিবেশ বেশিয়ে উঠছে। নেশাগ্রস্ত অবস্থায় পরিবারের মহিলাদের উপর অত্যাচার চালাচ্ছে নেশাগ্রস্তরা। এ যন্ত্রণা থেকে পরিত্রাণ পেতে প্রথমে এলাকায় সালিশি সভা করা হয় পুলিশ এবং এলাকার সুভবুদ্ধি সম্পন্ন ব্যক্তিদের যৌথ প্রয়াসে। কিন্তু তাতে ক্ষিপ্ত হয়ে যায় ওই কতিপয় কারবারিরা। অভিযোগ উঠে তারা নাকি হুমকি দেয় মহিলাদের দেখে নেবে কতটা বারবারান্ত বাড়তে পারে তারা। তাই ব্যাগতিক হয়ে সুনামুরা থানা পুলিশের দ্বারস্থ হল ওই এলাকার প্রমিলারা। তাদের দাবি যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী নেশা মুক্ত ত্রিপুরা গড়ার অঙ্গীকার করছেন সেখানে কেন তারা এই নেশার করালগাছ থেকে মুক্তি পাচ্ছে না। কি রয়েছে এর পেছনে সত্য উদঘাটনের দাবী জানায় মহিলারা এবং ওই এলাকায় যাতে শান্তিপূর্ণ পরিবেশ পুনরায় ফিরে আসে সেই আবেদন রাখে পুলিশের নিকট। এখন দেখার কবে নাগাদ ওই এলাকার নেশা এবং জুয়া কারবারিরা শাস্তি পায় এবং পুনরায় এলাকায় শান্তি ফিরে আসে।


RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

2 × 3 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য