বেশ উৎসাহ উদ্দীপনায় প্রেসক্লাবের ব্যাডমিন্টন টুর্নামেন্টও সম্পন্ন হয়েছে। আগামীকাল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার মধ্য দিয়ে স্পোর্টস ফেস্ট শেষ হবে। ২০ মার্চ থেকেই বেশ উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে আগরতলা প্রেসক্লাব আয়োজিত গেমস এন্ড স্পোর্টস ফেস্ট -‘২৩ চলছে। অন্যান্য বছরের মতো এবারও আগরতলা প্রেসক্লাবের সদস্য-সদস্যাদের মধ্যে ইনডোর-আউটডোর গেমস-এর পাশাপাশি নতুন সংযোজন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছে। গেমস এন্ড স্পোর্টসের ৭ম পর্যায়ে আজ, শনিবার ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। স্পোর্টস এন্ড গেমসের শুরু থেকে লুডো, চাইনিজ চেকার্স, দাবা, ক্রিকেট, ক্যারাম, টেবিল টেনিস, ব্যাডমিন্টনের পর আগামীকাল নতুন সংযোজন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাও অনুষ্ঠিত হবে। আজ এনএসআরসিসি-র ব্যাডমিন্টন হল-এ অনুষ্ঠিত ব্যাডমিন্টন প্রতিযোগিতায় সন্তোষ গোপ চ্যাম্পিয়ন এবং মিল্টন ধর রানার্স হয়েছেন। তৃতীয় স্থান পেয়েছেন কৌশিক সমাজপতি। প্রতিযোগিতায় মোট ২৪ জন সাংবাদিক খেলোয়াড় ছিলেন। খেলা শুরুর প্রাক্কালে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত ও ধন্যবাদ সূচক ভাষণ রাখেন আগরতলা প্রেসক্লাবের স্পোর্টস সাব কমিটির কনভেনার অভিষেক দে। অনুষ্ঠান ও টুর্নামেন্ট পরিচালনায় ছিলেন বরিষ্ঠ সাংবাদিক সুপ্রভাত দেবনাথ। প্রতিযোগিতায় চীফ আম্পায়ার ও জাজের ভূমিকায় ছিলেন রাজ্যের অন্যতম ব্যাডমিন্টন কোচ ও ভেটারেন খেলোয়াড় অনুভা পাল চৌধুরী এবং বর্তমান খেলোয়াড় অগ্রতা দেব। প্রতিযোগিতা চলাকালীন সময়ে সর্বভারতীয় স্পোর্টস জার্নালিস্ট ফেডারেশনের সহ-সভাপতি তথা ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের জয়েন্ট সেক্রেটারি সরযূ চক্রবর্তী টুর্নামেন্টে প্রতিযোগীদের খেলা পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। বলা বাহুল্য, আগামীকাল সকাল সাড়ে নয়টায়, এগিয়ে চলো সংঘের মাঠে অনুষ্ঠিত হবে সাংবাদিক ও তাঁদের পরিবার-পরিজনদের নিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আসর। অংশগ্রহণকারী সংশ্লিষ্ট সকলকে সকাল ন’টার মধ্যে এগিয়ে চলো সংঘের মাঠে মুখ্য পরিচালক তথা বরিষ্ঠ সাংবাদিক সুপ্রভাত দেবনাথের কাছে রিপোর্ট করার জন্য অনুরোধ জানানো হচ্ছে।
স্পোর্টস সাব কমিটির কনভেনার অভিষেক দে এক বিবৃতিতে এ খবর জানিয়েছেন।