Tuesday, March 5, 2024
বাড়িখবরলাইফ স্টাইলভারালিক্‌কার স্বপ্নকে সার্থক করতে এগিয়ে এল অরেঞ্জ পাবলিশার্স

ভারালিক্‌কার স্বপ্নকে সার্থক করতে এগিয়ে এল অরেঞ্জ পাবলিশার্স

লা মার্তিনিয়ার ফর গার্লসের ষোড়শবর্ষীয়া ভারালিক্‌কা মানাক্‌সিয়া কম্বলের তলায় নিজেকে গুটিয়ে গরম কফি আর পিজা খেতে খেতে বই পড়তে বা টিভি’তে নিজের প্রিয় অনুষ্ঠান দেখতে ভালোবাসে। তার যখন দশ বছর বয়েস, সে একটা ১২০ পাতার বই লিখে ফেলেছিল, স্বপ্ন দেখেছিল লেখিকা হবে। ২০২২ এর শীতকালের এক শনিবার রাতে যখন বাড়িতে কেউ ছিল না, সেই নির্জন মুহূর্তে সে হাতে কলম তুলে নিয়েছিল আর নিজের মনে আসা অনুভূতিগুলো কবিতার আকারে লিখতে শুরু করেছিলো। লিখতে লিখতে সে অনুভব করেছিলো তার আর একা লাগছে না, তার লেখা কবিতাগুলো তার সঙ্গী হয়ে উঠেছে। এই আনন্দের মুহূর্তের সৃষ্টিগুলো নিজের কাছে আগলে না রেখে সে তার প্রিয় মানুষদের সাথে যখন পড়ে শোনায়, তখন লক্ষ্য করে তারাও আনন্দ পাচ্ছে তার কবিতাগুলো থেকে। এটা দেখে উৎসাহিত ভারালিক্‌কা নিয়মিত কবিতা লিখতে সুরু করে। এই কবিতাগুলো শুধুই একটা সময়ের ছবি নয়, তার চেয়ে অনেক বেশি- এগুলো ভারালিক্‌কার জীবন থেকে‌ আরব্ধ অভিজ্ঞতার ভাবপ্রকাশ। এই কবিতাগুলোর শব্দগুলো দিয়েই সে তৈরি, আর তার চিন্তা-ভাবনা, ভালোবাসা আর জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি তার লেখা এই কবিতাগুলোতে পরিষ্কার বোঝা যায়। যেসব বন্ধু আর পরিবারের সদস্যরা জীবনে অনেক ওঠা-পড়ার মধ্যে দিয়ে গিয়েও শেষ পর্যন্ত জয়ী হয়েছে, তারা ভারালি্‌কার এই কবিতা লেখাকে ক্রমাগত উৎসাহ দিয়েছে। তাই সে আশা রাখে, তাদের মতো অন্যদেরও এই কবিতাগুলো পড়তে ভালো লাগবে, আর বিশ্বাস করবে যে ওঠাপড়া জীবনের পথচলার অংশ মাত্র- হাল না ছেড়ে জীবনের পথে এগিয়ে চলবে জীবনের পথে। ভারালিক্‌কার এই স্বপ্নকে সার্থক করতে এগিয়ে এসেছে অরেঞ্জ পাবলিশার্স। গত এক দশক ধরে বিভিন্ন বিষয়ে বই প্রকাশের ব্যাপারে কলকাতার জেআইপিএল গ্রুপের এই প্রকাশনা সংস্থা এই গ্রুপের অন্য সংস্থা পুরুষোত্তম পাবলিশার্সের মতই চরম মুনশিয়ানার পরিচয় দিয়ে চলেছে তার জন্মলগ্ন থেকেই। শুধু প্রথিতযশা লেখকদের নয়, নতুন প্রজন্মের লেখা প্রকাশ করতেও এগিয়ে আসে এই প্রতিষ্ঠান, যেমন ভারালিক্‌কার ক্ষেত্রে এসেছে। ১২ই আগস্ট কলকাতার প্রেস ক্লাবে অরেঞ্জ পাবলিশার্সের উদ্যোগে ভারালিক্‌কার ‘এভ্‌রিথিং উই নেভার সেড’ বইটার আনুষ্ঠানিক প্রকাশ উপলক্ষ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, শিল্পনির্দেশক নীতীশ রায়, গায়িকা জোজো মুখার্জি, লা মার্তিনিয়ার গার্লসের অধ্যক্ষা রূপকথা সরকার এবং শিক্ষিকা শ্রীমতী চুরিওয়াল। এই অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রখ্যাত রেডিও জকি আরজে শেখর।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য