Monday, September 9, 2024
বাড়িখবরলাইফ স্টাইলচলে গেলেন প্রবীণ নাগরিক অজিত কুমার ভৌমিক

চলে গেলেন প্রবীণ নাগরিক অজিত কুমার ভৌমিক

রাজ্যের বিশিষ্ট সাংবাদিক অমিত ভৌমিক এর পিতৃদেব অজিত কুমার ভৌমিক গত বুধবার ২রা আগস্ট সকাল ৭টা ৩০ মিনিট নাগাদ নিজ বাড়িতেই প্রয়াত হন। দীর্ঘদিন ধরেই তিনি শারীরিক ভাবে অসুস্থ ছিলেন। আই এল এস হাসপাতালে ভর্তিও ছিলেন। গত শনিবার তাঁকে বাড়িতে নিয়ে আসা হয়।২ আগস্ট বুধবার সকাল ৭টা ৩০ মিনিট নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়েস হয়েছিলো ৮২ বছর। মৃত্যুকালে স্ত্রী, পুত্র, পুত্রবধূ এবং এক নাতনী সহ বহু গুণমুগ্ধদের রেখে গেছেন। তিনি জন্মেছিলেন অবিভক্ত বাংলাদেশের কুমিল্লা জেলায়। কুমিল্লার সর্বানন্দ ব্যাপারীর বাড়িতে তাঁর জন্ম। দেশভাগের পর তিনি আগরতলায় আসেন। আগরতলায় এসে তিনি ন্যাশনাল ইন্সিওর‍্যান্স কোম্পানিতে বহু বছর চাকুরী করেন এবং অ্যাডমিনিসট্রেটিভ অফিসার পদে বহাল থেকে অবসর নেন।তিনি দীর্ঘদিন বিভিন্ন সামাজিক কাজের সঙ্গেও যুক্ত ছিলেন। আনন্দময়ী মা আশ্রমের তিনি ছিলেন আজীবন সদস্য।তিনি রামকৃষ্ণ মঠ মিশনের স্বামী বীরেশ্বরানন্দ মহারাজের আশ্রিত। তাঁর মরদেহে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক রমাকান্ত দে, হেডলাইনস ত্রিপুরা চ্যানেলের কর্ণধার প্রণব সরকার, স্যন্দন পত্রিকার পরিচালক অভিষেক দে সহ অন্যান্যরা। এদিন প্রয়াতের প্রতি শ্রদ্ধা জানিয়ে শোকবার্তা পাঠিয়েছেন আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনের সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদ, প্রথম সচিবদ্বয় রেজাউল হক চৌধুরী ও মোহাম্মদ আল আমীন সহ ত্রিপুরা সহ ভারত ও বাংলাদেশের বহু গুণীজনেরা।দৈনিক সংবাদ ও ভূপেন্দ্র দত্ত ভৌমিক ট্রাস্টের চেয়ারম্যান সঞ্জয় পাল,আজকের ফরিয়াদ পত্রিকার সম্পাদক শানিত দেব রায়,টাইমস টুয়েন্টি ফোর এর সম্পাদক অচিন্ত্য ভূইয়া,নিউজ টুডে এর সম্পাদক সৌরজিত পাল সহ আগরতলা প্রেস ক্লাব,ত্রিপুরা জার্নালিস্ট এসোসিয়েশন,ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন,আরশি কথা,ভারত বাংলাদেশ মৈত্রী সংসদ,কৃষ্টি বন্ধন সহ বহু সংস্থা,গুণীজন তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।প্রয়াত অজিত কুমার ভৌমিক এর মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

two × four =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য