Wednesday, February 28, 2024
বাড়িখবরলাইফ স্টাইলকালিকা জয়েলার্সের অক্ষয় তৃতীয়ার আয়োজন

কালিকা জয়েলার্সের অক্ষয় তৃতীয়ার আয়োজন

আগামী কিছু দিনের মধ্যেই পুণ্য তিথি অক্ষয় তৃতীয়া । এই অক্ষয় তৃতীয়ায় আমাদের যে আয়োজন তা নিয়েই আপনাদের মাধ্যমে তুলে ধরার জন্য এই প্রেস মিটের আয়োজন। অক্ষয় তৃতীয়া এমন এক পূণ্য তিথি, এই তিথিতে যে কোন শুভ কাজ করে আমরা আনন্দ পাই। আমরা বিশ্বাস করি এই তিথি তে এবং তিথি উপলক্ষে সোনা-দানা-হিরে কিনলে আমাদের জীবনে অক্ষয় হয়ে থাকে । এই শুভ ভাবনাকে মাথায় রেখে আমাদের মূল্যবান গ্রাহকদের জন্য নতুন নতুন ডিজাইনের গয়নার সম্ভার নিয়ে হাজির হয়েছি। আগামী ২৩ এপ্রিল রবিবার শূণ্য তিথি অক্ষয় তৃতীয়া । এই উপলক্ষে আগামী ১৭ থেকে ২৪ এপ্রিল ৮ দিন ব্যাপী চলবে গ্রাহকদের জন্য রকমারী আকর্ষণীয় অফার । লাকী ড্র’এর মাধ্যমে প্রতিদিনই বেছে নেব ৩ জন ভাগ্যবান ক্রেতাকে । যারা পাবেন ইলেকট্রনিক হোম এসায়েন্সেস । তাছাড়া সবার জন্য রয়েছে আকর্ষণীয় উপহার এবং সোনার গয়নার মজুরীতে ২০ শতাংশ ছাড়। এছাড়া মেগা ড্র’র মাধ্যমে বেছে নেওয়া হবে ৩ জন ভাগ্যবান ক্রেতাকে তারা প্রত্যেকই পাবেন ১টি করে স্কুটি। এবারের বিশেষ আকর্ষন হল ইলেকট্রো ফমিং প্রসেসে তৈরী তুলনামূলক কম ওজনের রকমারী সোনার গয়নার অনবদ্য সম্ভার। অক্ষয় তৃতীয়ার পূণ্য লগ্নে সবার জীবন সুখ-শান্তি-সমৃদ্ধিতে ভরে উঠুক এই কামনা করি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য