চলতি বছরই রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে নর্থইস্ট অলিম্পিকের আসর। সোমবার শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে একথা জানান রাজ্যের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। এদিনের এই অনুষ্ঠানে জাতীয় যোগায় অংশগ্রহণকারী রাজ্য দলের হাতে জার্সি তুলে দেওয়া হয়। সেই সাথে শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্সের পক্ষ থেকে ত্রিপুরা যোগা এসোসিয়েশন কর্তৃপক্ষের হাতে এক লক্ষ টাকার চেকও তুলে দেওয়া হয় এদিন।
আগামী ২৮ থেকে ৩০শে ডিসেম্বর ঝাড়খণ্ডের ধানবাদে অনুষ্ঠিত হতে চলেছে ৪৩ তম জাতীয় যোগা চ্যাম্পিয়নশিপ। যোগার এই জাতীয় আসরে অংশগ্রহণ করতে চলা রাজ্য দলের প্রস্তুতি প্রশিক্ষণ শিবির, জার্সি, ভ্রমণ, আকস্মিক কোন প্রয়োজনীয়তা সম্পর্কিত সমস্ত খরচ বহন করছে শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। সোমবার এক অনুষ্ঠানের মাধ্যমে রাজ্য দলের প্রতিযোগী ও প্রশিক্ষকদের শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্সের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়। এদিনের এই অনুষ্ঠানে রাজ্যদলের হাতে জার্সি তুলে দেওয়া হয়। সেই সাথে শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্সের পক্ষ থেকে ত্রিপুরা যোগা এসোসিয়েশন কর্তৃপক্ষের হাতে এক লক্ষ টাকার চেকও তুলে দেওয়া হয় এদিন। এদিনের এই অনুষ্ঠানের উপস্থিত ছিলেন রাজ্যের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়,শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্সের ডিরেক্টর ও ত্রিপুরা যোগা অ্যাসোসিয়েশনের সভাপতি রূপক সাহা এবং ত্রিপুরা যোগা অ্যাসোসিয়েশনের সচিব দিব্যেন্দু দত্ত সহ অন্যান্যরা। এদিন বক্তব্য রাখতে গিয়ে রাজ্যে নর্থইস্ট অলিম্পিকের আসর অনুষ্ঠিত করার পরিকল্পনার কথা জানান ক্রীড়ামন্ত্রী। চলতি বছরেই রাজ্যে এই নর্থইস্ট অলিম্পিকের আসর অনুষ্ঠিত করার পরিকল্পনা চলছে বলে জানিয়েছেন তিনি।
রাজ্যে যোগার প্রসারে শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্সের এই উদ্যোগকে সাধুবাদ জানান ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়।