Friday, December 5, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদ২৩ ধনপুর বিধানসভা এলাকার মোহনভোগে বিজয় সংকল্প সভা করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা...

২৩ ধনপুর বিধানসভা এলাকার মোহনভোগে বিজয় সংকল্প সভা করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক

সোনামুড়ার পর এবার নিজ নির্বাচনী কেন্দ্র ২৩ ধনপুর বিধানসভা এলাকার মোহনভোগে বিজয় সংকল্প সভা করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। এদিন মহান ভোগ বাজারে জনসভা মঞ্চ থেকে সাধারণ মানুষের নিকট আবেদন রাখেন উন্নয়ন স্বাধীনতা এবং স্বতন্ত্রতাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং সুদৃঢ় রাখার জন্য আগামী ২০২৩ বিধানসভা নির্বাচনে পুনরায় রাজ্যের বিজেপি সরকার প্রতিষ্ঠিত করার।তিনি সমগ্র মোহনভোগ বাসীর নিকট আবেদন রাখেন তারা যেন ২০২৩ রাজ্য বিধানসভায় বিজেপির বিধায়ক প্রেরণ করতে পারেন।পাশাপাশি তিনি রাজ্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পগুলি বাস্তবায়নের খসড়া তুলে ধরেন,পাশাপাশি মহিলাদের স্বশক্তিকরনের বিষয়ে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের অবদান তুলে ধরেন। এদিনের দীর্ঘ আলোচনায় প্রতিমন্ত্রীর মুখে ছিল বিরোধীদের সমালোচনা। এদিনের সভাতে সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়।সভা মঞ্চে প্রতিমন্ত্রী ছাড়া ও উপস্থিত ছিলেন
পিন্টু আইস সিপাহীজলা জেলার সহ-সভাধিপতি। মোহন ভোগ ব্লক চেয়ারম্যান শ্রীবাস ভৌমিক ও ভাইস চেয়ারম্যান জিতেন্দ্র দাস।


RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

seven + nineteen =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য