Friday, December 5, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদভারতজোড়ো ত্রিপুরা বাঁচাও' কর্মসূচীকে সামনে রেখে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস দ্বারা ভোলাগীরী আশ্রম...

ভারতজোড়ো ত্রিপুরা বাঁচাও’ কর্মসূচীকে সামনে রেখে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস দ্বারা ভোলাগীরী আশ্রম স্থিত মানিক্য এনক্ল্যাব হলে প্রদেশ কংগ্রেসের সকল বরিষ্ঠ নেতৃত্বদের নিয়ে প্রস্তুতি সভা

আগামী ১৯ নভেম্বর ২০২২ ইং শহীদ প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী জীর জন্মদিবসের শুভক্ষণে সর্বভারতীয় জাতীয় কংগ্রেস কমিটির নির্দেশে ‘ভারত জোড়ো ত্রিপুরা বাঁচাও’ পদযাত্রার মতো মহান কর্মসূচি ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ‍্যোগে শুরু হতে যাচ্ছে। এই মহান কর্মসূচির ‘চ‍্যায়ারম‍্যান’ হিসাবে আমাকে দায়িত্ব দেওয়ার জন‍্য আমি ভারতীয় জাতীয় কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্বকে অসংখ‍্য ধন‍্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এই ‘ভারতজোড়ো ত্রিপুরা বাঁচাও’ কর্মসূচীকে সামনে রেখে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস দ্বারা ভোলাগীরী আশ্রম স্থিত মানিক্য এনক্ল্যাব হলে প্রদেশ কংগ্রেসের সকল বরিষ্ঠ নেতৃত্বদের নিয়ে এক প্রস্তুতি সভার আয়োজন করা হয়। উক্ত প্রস্তুতি সভায় ‘ভারতজোড়ো ত্রিপুরা বাঁচাও’ কর্মসূচীকে সার্বিকভাবে সফল ও ঐতিহাসিক রূপ দেওয়ার বিষয়ে আমি আমার মতামত তুলে ধরি। উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস ইনচার্জ Szarita Laitphlang মহোদয়া, প্রাক্তন মুখ্যমন্ত্রী বরিষ্ঠ কংগ্রেস নেতা সমীর রঞ্জন বর্মন মহাশয়,প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা মহোদয়, প্রাক্তন বিধায়ক আশিষ কুমার সাহা মহোদয় সহ অন্যান্য নেতৃবৃন্দ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

2 × 3 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য