Friday, December 5, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদবাইসাইকেল এবং মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত তিনজন

বাইসাইকেল এবং মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত তিনজন

২৫ শে অক্টোবর একটি বাইসাইকেল এবং একটি মোটর বাইক মুখোমুখি সংঘর্ষে তিনজন কমবেশি আহত। চিকিৎসা চলছে এখন কাঠালিয়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে। মোটর বাইক চালক মোঃ আবু তাহের ও তার স্ত্রী রেহেনা বেগম। বাড়ির নিদয়া। বাইসাইকেল চালক শংকর দাস। বয়স ১৪,বাড়ি দক্ষিণ মহেশপুর।ঘটনাঘটে,মঙ্গলবার দুপুর দুইটা। সোনামুড়া বিলোনিয়া বাইপাস সড়ক এলাকার মনাইপাথর যাওয়ার চৌমুহনীতে।দুর্ঘটনার খবর পাওয়ার সাথে সাথে অগ্নি নির্বাপ দপ্তরের কর্মীরা ছুটে যায়, ছুটে যায় যাত্রাপুর থানার পুলিশ।ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে তাৎক্ষণিক রক্তাক্ত তিনজনকেই হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার জন্য। অপরদিকে যাত্রাপুর থানা পুলিশ উদ্ধার করে ঘাতক মোটরবাইকটি।যার নাম্বার TR07F-4637 নং।তবে বাইসাইকেল চালক ছেলেটির বয়স ১৪ বছর। তার অবস্থা মারাত্মক,কথা বলতে পারছেন না।সম্ভবত প্রাথমিক চিকিৎসার পরেই উন্নত চিকিৎসার জন্য ডাক্তার আগরতলা জিবিতে রেফার করার সম্ভাবনা প্রবল।


২৫ শে অক্টোবর একটি বাইসাইকেল এবং একটি মোটর বাইক মুখোমুখি সংঘর্ষে তিনজন কমবেশি আহত। চিকিৎসা চলছে এখন কাঠালিয়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে। মোটর বাইক চালক মোঃ আবু তাহের ও তার স্ত্রী রেহেনা বেগম। বাড়ির নিদয়া।
বাইসাইকেল চাল শংকর দাস। বয়স ১৪,বাড়ি দক্ষিণ মহেশপুর।ঘটনাঘটে,মঙ্গলবার দুপুর দুইটা। সোনামুড়া বিলোনিয়া বাইপাস সড়ক এলাকার মনাইপাথর যাওয়ার চৌমুহনীতে।দুর্ঘটনার খবর পাওয়ার সাথে সাথে অগ্নি নির্বাপ দপ্তরের কর্মীরা ছুটে যায়, ছুটে যায় যাত্রাপুর থানার পুলিশ।ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে তাৎক্ষণিক রক্তাক্ত তিনজনকেই হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার জন্য। অপরদিকে যাত্রাপুর থানা পুলিশ উদ্ধার করে ঘাতক মোটরবাইকটি।যার নাম্বার TR07F-4637 নং।তবে বাইসাইকেল চালক ছেলেটির বয়স ১৪ বছর। তার অবস্থা মারাত্মক,কথা বলতে পারছেন না।সম্ভবত প্রাথমিক চিকিৎসার পরেই উন্নত চিকিৎসার জন্য ডাক্তার আগরতলা জিবিতে রেফার করার সম্ভাবনা প্রবল।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

15 − 11 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য