Thursday, December 4, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদবিজেপি জনজাতি মোর্চার উদ্যোগে ৯ দফার দাবির ভিত্তিতে দুষ্কি সাবজোনাল অফিস কার্যালয়ে...

বিজেপি জনজাতি মোর্চার উদ্যোগে ৯ দফার দাবির ভিত্তিতে দুষ্কি সাবজোনাল অফিস কার্যালয়ে ডেপুটেশন প্রদান


৯ দফার দাবির ভিত্তিতে বিজেপি জনজাতি মোর্চার উদ্যোগে দুষ্কি সাবজোনাল অফিস কার্যালয়ে এক ডেপুটেশন প্রদান করা হয় বুধবার দুপুরে । এই ডেপুটেশন প্রদানকালে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সহ সভাপতি পাতালকন্যা জমাতিয়া , বিজেপি জনজাতি মোর্চা খোয়াই জেলা সভাপতি বিশ্বজিৎ রূপিনী, তেলিয়ামুড়া মন্ডল সভাপতি রঞ্জিত সূত্রধর সহ অন্যান্য নেতৃত্বরা । এদিন এদিন মোহড়পাড়া চার্চ সংলগ্ন এলাকা থেকে প্রায় এক হাজার বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে পায়ে হেঁটে দুষ্কি সাব-জোনাল অফিসে সামনে জড়ো হয় । পরবর্তীতে সেখান থেকে সাতজনের এক প্রতিনিধি দল সাবজোনাল আধিকারিকের নিকট মোট ৯ দফা দাবি সনদের প্রতিলিপি প্রদান করেন । মূলত আজকের দিনে গোটা ত্রিপুরায় ৪৪ টি সাবজোনাল অফিসে সাবজোনাল আধিকারিকের নিকট দাবি সনদ তুলে ধরা হয় । মূলত এদিনের এই দাবিগুলি ছিল TTAADC-তে যারা বর্তমানে ক্ষমতায় আছে তারা বিভিন্ন দুর্নিতি করেছে শিক্ষা দপ্তরে ওয়ার্কিং ইন্টারভিউ মাধ্যমে চাকরির প্রদানের দুর্নীতি, আগরতলা এডিসি ভবনকে সুন্দরভাবে গড়ে তোলার লক্ষ্যে রাজ্য সরকার ১০ কোটি টাকা প্রদান করেছিল, সেক্ষেত্রেও আর্থিক ঘোটালা সহ মোট ৯ দফা দাবির সমর্থনে এদিন ডেপুটেশন প্রদান করা হয়।
অন্যদিকে , একই দিনে একই সময়ে বিজেপি জনজাতি মোর্চা ২৯ কৃষ্ণপুর মন্ডল এর উদ্যোগে মুঙ্গিয়াকামি সাবজোনাল অফিস কার্যালয়ে এক ডেপুটেশন প্রদান করে । প্রথমে চাকমাঘাট মন্ডল কার্যালয়ের সামনে থেকে সুবিশাল পদযাত্রার মাধ্যমে তুই মধু স্থিত মুঙ্গিয়াকামি সাবজোনাল অফিস কার্যালয় ডেপুটেশন প্রদান করা হয় ২৯ কৃষ্ণপুর জনজাতি মোর্চার মন্ডলের উদ্যোগে। এই ডেপুটেশনে প্রধান কালে উপস্থিত ছিলেন বিজেপি কৃষ্ণপুর মন্ডল সভাপতি টুটন দেব সহ বিজেপি দলের অন্যান্য নেতৃত্বরা ।এদিন এই ডেপুটেশনে কর্মী সমর্থকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মত ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

twenty + seventeen =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য