স্বদলীয় নেতৃত্বদের হাতে মার খেলেন বিজেপির পৃষ্ঠা প্রমুখ। ঘটনা রাস্তার মাথা বাজার এলাকার অটো সিন্ডিকেটে। মঙ্গলবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি পৃষ্ঠা প্রমুখ জানান ২০১৮ বিধানসভা নির্বাচনের সময় তিনি বিজেপির পৃষ্ঠা প্রমুখ হিসেবে সংগঠনের কাজ শুরু করেন এবং নির্বাচনের সময় ভোটকেন্দ্রের পোলিং এজেন্ট হিসেবেও কাজ করেছেন তারপর সরকার গঠনের ৭,৮ মাস পর দলের কার্যকলাপে অখুশি হয়ে তিনি দলের কাজ ত্যাগ করে সংসার প্রতিপালনের উদ্দেশ্যে অটো নিয়ে ব্যস্ত হয়ে পড়েন তারপর স্থানীয় এক নেতৃত্ব মিনাল সিংহ রায় বিজেপি পৃষ্ঠা প্রমুখ কে কংগ্রেস করার অভিযোগ এনে উনাকে মারধর করেন বলে জানান তারপর কংগ্রেস করার প্রমাণ দেখাতে বললে আরো বেশি শারীরিক নির্যাতন চালায় বলে জানিয়েছেন তিনি। এঘটনা কে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে।



