পলিসি হোল্ডারদের এবং এজেন্টদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে পহেলা সেপ্টেম্বর ২০২২ ইংরেজি থেকে লাগাতার আন্দোলন কর্মসূচি জারি রেখেছে লিয়াফি জয়েন্ট একশন কমিটি।আজ ৩০ শে সেপ্টেম্বর লিয়াফির পক্ষ থেকে সকল প্রকার বিমা সংক্রান্ত কার্যক্রম স্থগিত রেখেছে এজেন্টরা। বিভিন্ন দাবি গুলোর মধ্যে উল্লেখযোগ্য পলিসি হোল্ডার দের জমাকৃত অর্থের রিটার্ন বৃদ্ধি করা , লোনের সুদের হার কমানো, জিএসটি বাতিল করা প্রমূখ। লিয়া কে জয়েন্ট অ্যাকশন কমিটির পক্ষ থেকে সমগ্র দেশব্যাপী এই আন্দোলন কর্মসূচির জারি রেখেছে সদস্যরা। আজ সোনামুড়া স্যাটেলাইট অফিসেও উক্ত কর্মসূচি সংঘটিত করল জয়ন্ত অ্যাকশন কমিটির সদস্যরা। বিভিন্ন দাবি সম্মিলিত স্লোগান ধ্বনিত হয় তাদের কন্ঠে। এরপর এক সদস্য জানান যতদিন না পর্যন্ত তাদের এই দাবিগুলি সম্পর্কে কোন সদর আসছে তাদের এই আন্দোলন কর্মসূচি অব্যাহত রাখা হবে।



