Thursday, December 4, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদনেশা কারবারের আঘাতে আহত হল এক শ্রমিক। ঘটনা মেলা ঘটনা দিন মেলাঘর...

নেশা কারবারের আঘাতে আহত হল এক শ্রমিক। ঘটনা মেলা ঘটনা দিন মেলাঘর পুরো পরিষদের রোদিজলা এক নং ওয়ার্ড এলাকায়

নেশা কারবার কে কেন্দ্র করে নেশা কারবারি এবং বাধা দানকারীর মধ্যে পূর্ব শত্রুতার জেরে এক নেশা কারবারের আঘাতে আহত হল এক শ্রমিক। ঘটনা মেলা ঘটনা দিন মেলাঘর পুরো পরিষদের রোদিজলা এক নং ওয়ার্ড এলাকায়। ঘটনার বিবরণী জানা যায় কিছুদিন পূর্বে অভিযুক্ত প্রণব ভৌমিক পিতা দিলীপ ভৌমিক এর সঙ্গে নেশা দ্রব্য এবং বিক্রিকে কেন্দ্র করে আহত ব্যক্তি সুদর্শন বর্মনের কথা কাটাকাটি এবং হাতাহাতি হয়। তার রেস ধরে ই এলাকায় নেশা কার বাড়ি বলে পরিচিত প্রণব ভূমিকের হাতে রক্তাক্ত হলো আহত সুদর্শন বর্মন। প্রতিদিনের ন্যায় আজও কাজ সেরে বাড়ি ফেরার পথে এলাকারই এক নির্জন স্থানে সুদর্শন বর্মনকে একা পেয়ে আঘাত হানে অভিযুক্ত প্রনব ভৌমিক বলে জানায় আহত ব্যক্তি। সঙ্গে সঙ্গে তার আত্মচিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তাকে মেলাঘর হাসপাতালে পাঠায় বর্তমানে তার চিকিৎসা চলছে মেলাঘর হাসপাতালে। অভিযুক্তার অস্ত্রের আঘাতে রক্তাক্ত হন দিনমজুর সুদর্শন বর্মন। ঘটনায় অভিযুক্তির বিরুদ্ধে থানায় মামলা করা হয়। রাজ্যে এ ধরনের ছোট বড় ঘটনা প্রায় প্রতিদিনই সংঘটিত হচ্ছে বলে অভিমত তথ্যভিগ্য মহলের। কিন্তু কোন অজ্ঞাতো কারণে এই ধরনের নেশা কারবারিদের নেশার রমরমা বন্ধ করতে পারছে না প্রশাসন সেটা খুঁজে পাওয়া দায় ঠেকেছে। আর এভাবে চলতে থাকলে আগামী দিনগুলিতে মানুষ যে রাতের আঁধারে বাড়ি থেকে বেরোতে পারবে না সেটা সহজেই অনুমেয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

4 + twelve =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য