ছাত্র ছাত্রীদের হাতে বিস্কুট ধরিয়ে দিয়ে শিক্ষক বাড়িতে, দীর্ঘ তিন বছর ধরে সোনামুড়া বিদ্যালয়ের পরিদর্শকের অধীনস্থ নামারকুচি জেবি স্কুলটি চলছে এমন ভাবে, স্কুলটি পঞ্চম শ্রেণী পর্যন্ত, শিক্ষক দুই জন,নেই ক্লাস রুম,বাম আমলে পুরাতন ভবনটি ভেঙে ৫৮ লক্ষ টাকা বরাদ্দ হয়,দীর্ঘ পাঁচ বছর পর নতুন ভবন এর নির্মাণ কাজ শুরু হয় কিন্তু অভিযোগ পঞ্চম শ্রেণীর স্কুলটির জন্য নির্মাণ হচ্ছে তিনটি শ্রেনী কক্ষ,তাছাড়া নিম্নমানের কাজ হচ্ছে,তাই আজ কাজে বাধা প্রদান করে অভিভাবক সহ এলাকাবাসীরা,অন্য দিকে অস্থায় জায়গা বর্তমানে স্কুলটি চলছে কিন্তু সেখানেও সঠিক ভাবে হচ্ছে না পড়া লেখা প্রায় পঞ্চাশ জন শিক্ষার্থী থাকলেও শিক্ষক দুই জন,তার মধ্যে একজনে সঠিক ভাবে দেখতেও পায় না,আসে না স্কুলে,ক্ষুব্ধ অভিভাবকরা। প্রশ্নের মুখে ছাত্র ছাত্রীদের ভবিষ্যত।



