গতকালকে সোনামুড়া কবিনজরুল মহাবিদ্যালয় এর নেকার জনক ঘটনা প্রতিবাদে এবং যারা মহাবিদ্যালয় অধ্যাপক এবং উপাধ্যক্ষদের শারীরিক হেনস্তা করেছিলেন এবং কলেজের আসবাবপত্র চেয়ার টেবিল ভাংচুর করেছিলেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে সোনামুড়া পুলিশ আধিকারিক বনজ বিপ্লব দাসের কাছে এক ডেপুটেশন প্রদান করা হয় তৃণমূল ছাত্র পরিষদের পক্ষে,এদিনই ডেকোরেশন উপস্থিত ছিলেন তৃণমূল ছাত্র পরিষদের ইনচার্জ নীলকমল সাহা ছাত্রনেত্রী সোলাঙ্কি,ছাত্রনেতা শুভম সাহা. সিপাহীজেলা তৃণমূল কংগ্রেসের ইনচার্জ হাবিল মিয়া সহ অন্যান্যরা ডেপুটেশন শেষে তৃণমূল ছাত্র পরিষদের ইনচার্জ নীলকমল সাহা বলেন এই সরকারের আমলে কোন ধরনের ব্যবস্থা নেই কোন কলেজের শিক্ষকরা ও আজ নিরাপদ নেই.এই ঘটনা গোটা শিক্ষক সমাজ এবং ছাত্র সমাজের কাছে এক কলঙ্কের অধ্যায়.



