Thursday, December 4, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদকলেজ ছাত্রকে মারধরের অভিযোগে বিশালগড় জাতীয় সড়ক অবরোধ উপজাতি জনজাতিদের

কলেজ ছাত্রকে মারধরের অভিযোগে বিশালগড় জাতীয় সড়ক অবরোধ উপজাতি জনজাতিদের

কলেজ ছাত্রকে মারধরের অভিযোগ ভেলোয়ারচর বাজারের সামনে দয়ালপাড়া এডিসি ভিলেজ এর উপজাতি জনজাতিরা বক্সনগর টো বিশালগড় জাতীয় সড়ক অবরোধ করে বসেন।দীর্ঘ ২ ঘণ্টা অবরোধ থাকার পর টিপ্রা মথার সিপাহীজলা ওয়ার্কিং কমিটির জেলা সভাপতি ঘটনাস্থলে ছুটে আসেন,পরে এই অবরোধের ঘটনার খবর পেয়ে কলমচৌড়া থানার ওসি বিষ্ণুপদ ভৌমিক ও এস আই ডেভিড ডারলং সহ পুলিশ বাহিনী ছুটে যায়। পরবর্তী সময়ে টি আর ০১এ -৩৪৭৮নাম্বারের কমান্ডু গাড়ির চালক মানিক মিয়াকে আগামী তিন দিনের মধ্যে সঠিক বিচার পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘ আড়াই ঘন্টা অবরোধ করার পর রাস্তা অবরোধ তুলে নেন।ঘটনার বিবরণে জানা যায় বক্সনগর দয়ালপাড়া এলাকার বাপ্পি দেববর্মা নামে এক কলেজ ছাত্র ভেলুয়ারচর বাজারের সামনে থেকে একটি কমান্ডার গাড়ি করে গ্যাসের সিলিন্ডার নিয়ে আগরতলা বাড়াবাড়ি থেকে কলেজে যাওয়ার জন্য রওনা হয়। গাড়ির চালক মানিক মিয়াকে আগরতলা নাগরিতলা যাওয়ার আগেই বারবার অনুরোধ করা সত্ত্বেও গাড়ি থেকে তাকে নামিয়ে দেয়নি। তাকে সোজা নাগেরজলা মোটর স্ট্যান্ডের ভিতরে নিয়ে যায়।পরে গাড়ি চালককে এই বিষয়ে জিজ্ঞাসা করলে তাকে থাপ্পড় মারে বসে। দুজনের মধ্যে হয় কথা কাটাকাটি। পরে জানা যায় অন্যান্য গাড়ি চালকরা এসে তাকে মারধর করে। কলেজ ছাত্র ঘোতরভাবে আক্রান্ত হয় ঘটনাস্থলে। এই ঘটনা তার মা বাবার কাছে খবর আসলে এলাকাবাসীর কাছে বিষয়টি জানালে তারা এই ঘটনার সুষ্ঠু তদন্তের এবং তাকে উদ্ধার করার দাবিতে বক্সনগর বিশালগড় জাতীয় সড়ক অবরোধ করে বসেন। আগামী তিন দিনের মধ্যে তার সুষ্ঠু বিচার করে দেবে বলে এই অবরোধ তুলে নেন পরিবারের লোকজন সহ এলাকাবাসী।


RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

1 + nineteen =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য