জনজীবনের আশু সমস্যার নিরসনে,জরুরী দাবিতে ভেলুয়ারচড় লোকালের মানিক্যনগরে দীর্ঘ সাড়ে ৪ বছর পর সিপিআইএম এর উদ্যোগে এক সুবিশাল রেলীর মাধ্যমে মিছিল ও পথসভা সংগঠিত হয়,এই সুবিশাল মিছিলে উপস্থিত ছিলেন বিধায়ক শহীদ চৌধুরী,ও শ্যামল চক্রবর্তী,এবং বিভিন্ন কার্যকর্তাগণ,এই সুবিশাল মিছিল ও রেলি শুরু হয় মানিক্যনগর ও ভেলুয়ারচর বিভিন্ন পরিক্রমা করে সিপিআইএম কার্যকর্তা অফিসের সামনে এসে শেষ মিছিল হয়,এদিনের বক্তব্য রাখতে গিয়ে বিধায়করা বলেছেন মানুষের বিভিন্ন সমস্যা ও ধাবিদ আবার ভিত্তিতে আজ এই মিছিল আরো বলেছেন মানুষের স্বার্থে নিষ্ঠার সাথে এবং আমরা সিপিআইএম মানুষের জন্য আমরা আছি এবং থাকব,



