Thursday, December 4, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদবিশ্ব বাসির জন্যে বিশেষ দোয়ার মজলিস

বিশ্ব বাসির জন্যে বিশেষ দোয়ার মজলিস

হাওড়া জেলার রাজাপুর থানার অন্তর্গত তুলসিবেড়িয়া দরগা শরীফের আয়োজনে আজকে বৃহস্পতিবার আট সেপ্টেম্বর আরবি চাঁদের হিসেবে শফর মাসের এগারো তারিখে এগারোই শরীফ অনুষ্ঠিত হয়। পবিত্র কুরআন শরীফ, হাদিস শরীফের অংশবিশেষ থেকে, পীর, ফকির, দরবেশ, ওলীয়ে কেরাম গনের অলৌকিক ঘটনা তুলে ধরে আলোচনা করা হয় ওয়াজ মহফিল, দোয়ার মজলিস অনুষ্ঠিত হয়। দরগা শরীফের পীর রফিকুল ইসলাম খান সাহেব সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন।পীরজাদা সইদুল ইসলাম খান, তিনি বলেন আমাদের প্রতিনিধিকে বিশ্বের সকলের জন্য সুখ, শান্তি, সমৃদ্ধি, মঙ্গল, কল্যাণ কামনা করে দোয়ার মজলিস অনুষ্ঠিত হয়। এগারোই শরীফের তাৎপর্য বিস্তারিত আলোচনা করা হয় বলেন পীরজাদা আমীরুল ইসলাম খান। এখানে প্রায় প্রতি মাসে নৈতিক চরিত্র গঠনে বিশেষ শিক্ষা কার্যক্রম পরিচালিত হয় বলেন পীরজাদা আবিদুল ইসলাম খান।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

eighteen + 10 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য