সোমবার সকাল ১০ টা বিলোনীয়া এক নং টিলা একত্রিত হয়,৬১ তম শিক্ষক দিবস পালন করে তাদের মত করে যেহেতু ততারা একসময় শিক্ষক ছিল বর্তমানে সুপ্রিম কোর্টের আরটিআই মূলে তাদের চাকরি জায়নি এদাবি নিয়ে তারা শিক্ষক দিবস পালন করে পাশাপাশি ১০৩২৩ জন শিক্ষক শিক্ষিকাদের মধ্যে যাদের মৃত্যু হয়েছে ১৩৯ জনের প্রতি শ্রদ্ধা জানান। এবিষয়ে সংবাদমাধ্যমের সামনে তাদের আজকের কর্মসূচি তুলে ধরতে গিয়ে একজন শিক্ষক প্রথমে ৬১ তম শিক্ষক দিবস উপলক্ষে প্রত্যেক শিক্ষক শিক্ষিকা ও শিক্ষা অনুরাগীদের শ্রদ্বা জানান , উনি বলতে গিয়ে বলেন সবচেয়ে এ সময়ের মধ্যে পরিতাপের বিষয় হল বিনা দোষে বিনা অপরাধে আমরা আজ কলংকিত হয়ে গেছি, এ সময়ের মধ্যে ১৩৯ জন শিক্ষক শিক্ষিকা অকাল প্রয়ান করেছে তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ এশিক্ষক দিবসে তাদের প্রতি শ্রদ্ধা জনানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে,পাশাপাশি বর্তমান সরকারের কাছে বীনম্র আবেদন রাখেন যেহেতু আমরা নির্দোষ সুপ্রিম কোর্টের আরটিআই পরিস্কার লেখা আছে আমরা পক্ষভুক্ত নই সেহেতু সরকার যেন এ বিষয়ে বিবেচনা করে এবং আমাদের স্ব স্হলে ফিরিয়ে দেওয়া হয় এবং যারা প্রয়াত হয়েছেন তাদের পরিবার পরিজনদের প্রতি সহযোগিতা করার চিন্তা করেন।



