Thursday, February 6, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদএক ঘরে উদ্ধার বাবা ও মেয়ের মৃতদেহ ঘটনা সোনামুড়া থানা দিন বেজিমারা...

এক ঘরে উদ্ধার বাবা ও মেয়ের মৃতদেহ ঘটনা সোনামুড়া থানা দিন বেজিমারা এলাকায়

একই ঘরে বাবা এবং মেয়ের মৃত দেহ উদ্ধার ঘটনা সোনামুড়া থানাধীন বেজিমারায়। পরিবারের দাবি স্বাভাবিক ভাবেই মৃত্যু, কিন্তু ঘটনায় চাঞ্চল্য , মৃতরা হলো নরু হক (৯০) পিতা মৃত রহিম আলী, এবং রিপলা খাতুন(৫০)। ঘটনা স্থলে পুলিশ। জানা যায় সোনামুড়া থানাধীন বেজিমারা এলাকার সৈয়দুর রমনারনের পিতা এবং বোনের মৃত দেহ উদ্ধার শুক্রবার সকালে, ছেলে এবং ছেলে স্ত্রী দাবি রাতে খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে ছিলো সকালে মৃত দেখতে পায়, উভয়ে নাকি দীর্ঘ দিন যাবত অসুস্থ ছিলো একই ঘরে , ঘরে রয়েছে বৃদ্ধ মা , আজ সকালে ছেলে কে প্রথম বৃদ্ধ মা এসে দেয় মৃত্যুর খবর, কিন্তু অবাক করার বিষয় হলো, পুলিশ কিংবা হাসপাতালে না নিয়ে মৃত দেহ খবর দেওয়া প্রস্তুতি নিয়ে নেয় ছেলে সহ এলাকাবাসী, এই দিকে ঘটনার খবর পেয়ে সোনামুড়া থানার পুলিশ গিয়ে জিজ্ঞাসা বাদ চালায়,একই ঘরে দুই জনের মৃত্যুতে রহস্যের গন্ধ পাচ্ছে পুলিশ, তাই মৃত দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়, এখন দেখার বিষয় পুলিশের তদন্তে কি বেরিয়ে আসে।


RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

13 − 12 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য