Thursday, December 4, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদপ্রকাশ্যে খোয়াই কোহিনুর মার্কেটে মদমও অবস্থায় বিএসএফ জওয়ানের শ্লীলতাহানির চেষ্টা

প্রকাশ্যে খোয়াই কোহিনুর মার্কেটে মদমও অবস্থায় বিএসএফ জওয়ানের শ্লীলতাহানির চেষ্টা

খোয়াই প্রতিনিধি 4 ঠা আগস্ট….বৃহস্পতিবার দুপুরে খোয়াই সুভাষ পার্ক স্থিত কোহিনুর কমপ্লেক্সের এটিএম সংলগ্ন একটি মোবাইলের দোকানের সামনে বসে এক মদমও বিএসএফ জওয়ান একাধিক কলেজ পড়ুয়া ছাত্রীদের সঙ্গে প্রকাশ্যে শ্লীলতাহানীর চেষ্টা করে। এই ঘটনা দেখে ব্যবসায়ীরা ঘজওয়ান কে বাধা দিলে কোহিনুর কমপ্লেক্সের ব্যবসায়ী বৃন্দ দেরকে সেই জওয়ান বিভিন্নভাবে হুমকি ও গালিগালাজ করতে শুরু করে আর এই ঘটনায় কোহিনুর কমপ্লেক্সের সমস্ত ব্যাবসায়িকরা ক্ষুব্দ হয়ে পরবর্তীতে ওই জওয়ানকে উত্তম-মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। জানা যায় ধৃত জওয়ানের নাম নবীন বয়স 32 তার বাড়ি হরিয়ানা রাজ্য ছুটি কাটানোর জন্য বাড়িতে গিয়েছিল বাড়ি থেকে ফিরে এসে আশারাম বাড়ি স্থিত বিএসএফের বিওপিতে কাজে যোগ দেবার কথা ছিল বুধবার। কিন্তু সেই জওয়ান বিওপিতে না গিয়ে খোয়াই সুভাষ পার্ক কালিবাড়ি রোড স্থিত একটি বেসরকারী হোটেলে ভাড়া করে থাকে। এবং সেই বেসরকারি হোটেলে বসেই বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত আকন্ঠ মদ্যপান করে খোয়াই শহরে বেরিয়ে পড়ে মাতলাতে মাতলাতে। আর এই মদের নেশাতেই এই কাণ্ডটি করে বসে। জওয়ানের এই কান্ড কীর্তি দেখে কোহিনুর কমপ্লেক্স সংলগ্ন সমস্ত দোকান থেকে মেয়েছেলেরা ভয়ে পালিয়ে যায়। পুলিশ সূত্রে জানা যায় কর্মসূত্রে ওই জওয়ান আশারাম বাড়ি বিওপিতে নিজ কর্মক্ষেত্রে যোগদান করার কথা ছিল। একাধিক অপরাধের ঘটনায় আটক ওই জওয়ানকে থানা থেকে ছাড়িয়ে নিতে বিএসএফের কোম্পানি কমান্ডারসহ একাধিক অফিসার ছুটে আসে খোয়াই থানায়। বিএসএফের অফিসাররা পুলিশের সঙ্গে দুর্ব্যবহারের পাশাপাশি স্থানীয় সাংবাদিকদেরও ছবি তুলতে বাধা দনকরে। শেষে তর্কবিতর্কের পর পুলিশ 90 টিপি অ্যাক্ট ধারায় ওই জোয়ানকে গ্রেফতার করে বেইলে মুক্তি দেয়। জানা যায় ওই জওয়ানটি বি এস এফের 119 নং ব্যাটেলিয়ানে কর্মরত।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

one × five =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য