বিদ্যুৎ শর্ট লেগে মৃত্যু হল এক বৃদ্ধের। ঘটনা কল্যাণপুর থানা এলাকার মুক্তা জমাদার পাড়াতে। কল্যাণপুর পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে বাড়িতে কেউ ছিল না। এই অবস্থায় কল্যাণপুর থানা এলাকার আর এস পাড়া এডিসি ব্রিজের অন্তর্গত মুক্তা জমাদার পাড়ার বাসিন্দা পেশায় কৃষক যোগেন্দ্র দেববর্মা ।বয়স প্রায় ৮০। তিনি অন্য সদস্যরা যখন বাড়িতে ছিলেন না তখন বোর্ডে কোন এক সময় ইলেক্ট্রিকের সুইচ দিতে যান এমন অবস্থায় তিনি শর্ট লাগেন শরীরে। এবং মাটিতে লুটে পড়েন। কতটুকু সময় পর বাড়ির অন্য সদস্য সদস্যরা এসে দেখেন যে উনি মাটিতে পড়ে আছেন। তুলিবুরি কল্যাণপুর ডোমকল দপ্তরকে কবর খবর দিলে দমকল কর্মীরা এসে কল্যাণপুর হাসপাতালে নিয়ে আসে এবং কল্যাণপুর হাসপাতালের চিকিৎসক মৃত বলে ঘোষণা দেন। পরিবারের সদস্যরা ও জানান যে উনার বিদ্যুৎ শটে অকাল মৃত্যু হয়েছে। শুরু হয় চিৎকার চেঁচামেচি কান্নায় ভেঙ্গে পড়েন পরিবারের সদস্যরা। ঘটনায় জনমনে বেশ চাঞ্চল্য তৈরি হয়। যদিও গোটা ঘটনা তদন্ত নেমেছে কল্যানপুর থানার পুলিশ। মৃতদেহ আগামীকাল ময়নাতদন্ত করে পরিবারের সদস্যদের হাতে তুলে দেয়া হবে বলে পুলিশ জানায়।



