রাজ্য বিধানসভার নির্বাচন এখনোও কয়েকমাস বাকি। এরই মাঝে নিজেদের ঘর গোছানোর কাজ শেরে নিচ্ছে তিপ্রামথা। পাহাড়ে সক্রিয় মথা দল।প্রতিদিন নিজেদের দলের কর্মি সমর্থকদের নিয়ে রাজনৈতিক কর্মকান্ড চালিয়ে যাচ্ছে তিপ্রামথা দল। বুধবার এরই অংগ হিসেবে এক সভার অনুষ্ঠিত হয় । কৃষ্ণপুর বিধান সভা কেন্দ্রের কর্মি সমর্থকদের নিয়ে হয় এই সভা।চাকমাঘাট ব্যারেজের পাশে তুইমধু এলাকার অনুষ্ঠিত একদিনের এই সভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন ত্রিপুরা স্ব শাসিত জেলা পরিষদের তিপ্রামথা দলের এডিসি এর ই এম কমল কলই,।এছাড়াও উপস্থিত ছিলেন ওয়াই টি এফ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মহেন্দ্র দেববর্মা টি ওয়াই এফ ২৯ কৃষ্ণপুর ব্লক কমিটির সভাপতি তাপসী দেববর্মা ১১ মহারানী ও ২৯ কৃষ্ণপুর বিধানসভার অবজারভার গীতা রানী দেববর্মা নর্থ গকুলনগরের BC চেয়ারম্যান নান্টু দেববর্মা সহ আরও অন্যান্যরা । এদিনের এই সভায় সংখালঘু সম্প্রদায় অংশের উপস্থিতি ও ছিল ভাল। এদিন সভায় কৃষ্ণপুর বিধান সভা কেন্দ্রের ১১ মহারানি এ ডি সি অঞ্চলের তিনটি বুথ কমিটি ও গঠন করা হয়।



