Monday, December 22, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদঅবৈধভাবে মসজিদের চাঁদা সংগ্রহ করতে এসে বাজারে আসা বিক্রেতাদের হাতে ধরা পরে...

অবৈধভাবে মসজিদের চাঁদা সংগ্রহ করতে এসে বাজারে আসা বিক্রেতাদের হাতে ধরা পরে চাঁদা সংগ্রহকারি আব্দুল গফুর

এ,পি,এম,সি মার্কেটে বিনা অনুমতিতে অবৈধভাবে মসজিদের চাঁদা সংগ্রহ করতে এসে ধরা পরে বাজারে আসা বিক্রেতাদের হাতে।পরবর্তীতে তুলে দেওয়া হয় বাজার কমিটির সেক্রেটারির হাতে।জানা গেছে অবৈধ ভাবে চাঁদা সংগ্রহকারির নাম আব্দুল গফুর,পিতা হাজি ইলাস আলি,বাড়ি ডলুগাং,রামকৃষ্ণ নগর,শ্রীভূমি ডিস্ট্রিক্ট।বাজারের বিক্রেতাদের অভিযোগ শুধুমাএ বিনা অনুমতি নয়,রসিদবই এ চাঁদা সংগ্রহের সঠিক রাশি উল্লেখে গড়মিল রয়েছে।সংগ্রকৃত চাঁদার চাইতে রসিদ বইতে উল্লেখিত অর্থরাশি কম করে লেখা রয়েছে।কোন কোন ক্ষেএে আসল অর্থরাশি কেটে অতি সল্প অর্থরাশি লেখা রয়েছে।এই নিয়ে বিষয়টি বাজার সেক্রেটারি কে জানালে,সেক্রেটারি কতৃক জানানো হয় পানিসাগর পুলিশ কে।খবর পাওয়া মাএ পুলিশ ছুটে এসে বাজারে আগত উওেজিত জনতার রোষানল থেকে বাচাতে তাকে নিয়ে আসে পানিসাগর থানার পুলিশের হেফাজতে।বাজারের বিক্রেতাদের অভিযোগ অভিযুক্ত গফুর চাঁদা সংগ্রহ করতে গিয়ে কখনো বলছে মসজিদ নির্মানে তহবিল সংগ্রহ আবার কখনোবা বলছে ওয়াজের তহবিল সংগ্রহ।চাঁদা সংগ্রহকারীর কথাবার্তায় অসংলগ্নতার কারণে সন্দেহ হওয়াতে তাকে আটক করে তুলে দেওয়া হয় পানিসাগর পুলিশের হাতে।এখন দেখার বিষয় পানিসাগর পুলিশ সঠিক তদন্ত সাপেক্ষে অভিযুক্ত গফুরের বিরুদ্ধে কি পদক্ষেপ গ্রহন করেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

16 − 6 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য