Sunday, December 14, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদবিজেপির নেতা রতি রঞ্জন ত্রিপুরার তিপরা মথায় যোগদান

বিজেপির নেতা রতি রঞ্জন ত্রিপুরার তিপরা মথায় যোগদান

লক্ষ লক্ষ টাকা চাকরি দেওয়ার নাম করে মানুষের কাছ থেকে হাতিয়ে নিয়ে, বিজেপির নেতা রতি রঞ্জন ত্রিপুরা এখন তিপরা মথায় যোগদান।বন্ধুরা পর্দায় যে ছবি দেখতে পারছেন, এই ছেলেটির নাম রতি রঞ্জন ত্রিপুরা বাড়ি তৈবান্দাল শুকনাছড়া এলাকায়। এক সময়কার ছিলেন মাথার নেতা, পরবর্তীকালে সুযোগ বুঝে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করে, শাসক দলের নেতাদের সঙ্গে উঠবো আসার কারণে জনজাতি এলাকার মানুষ তাকে খুব বিশ্বাস করতো। আর এই বিশ্বাসের সুযোগে শাসক দলের বড় বড় নেতাদের নাম করে, সাধারণ মানুষের কাছ থেকে চাকরি দেবার নাম করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয় এই রতি রঞ্জন ত্রিপুরা। যার সরাসরি এবার অভিযোগ করলেন রতি রঞ্জন ত্রিপুরার বিরুদ্ধে, মোহনভোগ চন্দুল এলাকার অরুণ নোয়াতিয়া নামে এক অভিভাবক। অভিযোগ, এই অরুণ নোয়াতিয়ার ছেলে রাকেশ নোয়াতিয়ার কাছ থেকে, ফুড দপ্তরের চাকরি নাম বলে,৫৫ হাজার টাকা সে হাতিয়ে নেয়,গাড়ি ভাড়া বাবদ আরো ৫০০০ টাকা তারা রতি রঞ্জন ত্রিপুরার কাছ থেকে পায়। মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করে চাকরি দেওয়ার নাম বলে, রতিরঞ্জন ত্রিপুরা এখন আঙ্গুল ফুলে কলাগাছ। কিন্তু অভিযোগকারী অরুন নোয়াতিয়া,তার ছেলের চাকরি না হওয়াতে, টাকা ফিরে চাইতে গেলে, রতি রঞ্জন ত্রিপুরা শুধু তারিখ আর তারিখ চালিয়ে গেছেন। তাই বাধ্য হয়ে, আজ সাংবাদিকের কাছে দারস্ত হলেন অরুন নোয়াতিয়া,রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে এবং রাজ্যের প্রশাসনের কাছে তিনি আবেদন জানান এই ফ্লট রতি রঞ্জন ত্রিপুরার বিরুদ্ধে যাতে আইনগত কঠোর ব্যবস্থা গ্রহণ করে। তবে এই বিষয়ে ভুক্তভোগীরা রতিরঞ্জন ত্রিপুরার বিরুদ্ধে একটি মামলা করবেন। তবে রতিরঞ্জন ত্রিপুরার সুযোগ বুঝে ভারতীয় জনতা পার্টির বদনাম করে, মানুষকে টাকা দেওয়ার ভয়ে গতকাল তিপরা মথাতে যোগদান করেছেন। আগামী দিনে যে রতি রঞ্জন ত্রিপুরা মথাদলের নাম ব্যবহার করে, বিভিন্ন দুর্নীতি করবেন এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

eighteen − 2 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য