আমাগী ২৭শে নভেম্বর জনজাতি স্বার্থ রক্ষার দাবীতে আগরতলা আস্তাবল ময়দানে তিপ্রামথা বিশাল জনসভায় প্রস্তুতিতে, বুধবার তিপ্রামথা আগরতলা টাউন কমিটির পক্ষ থেকে রাজ্যবাসীকে থানসা রেলিতে শামিল হওয়ার আহবান জানান তিপ্রামথা সংখ্যালঘু দলের চেয়ারম্যান মো: শাহআলম সহ তিপ্রামথা আগরতলা টাউনটি নেতৃত্বগন।



