আসন্ন ২০২৩ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ২৯ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের তিপ্রামথা দলের মনোনীত প্রার্থী মহেন্দ্র দেববর্মা সমর্থনে বিধানসভা কেন্দ্রের সর্দু করকরি এডিসি ভিলেজের দেবথাং এবং সর্দু করকরি দুইটি এলাকায় ডোর টু ডোর অভিযান করা হয়।
নির্বাচনকে সামনে রেখে ২৯ কৃষ্ণপুর তিপ্রা মথা দলের মনোনীত প্রার্থী মহেন্দ্র দেববর্মা কে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানানো হয় গণদেবতাদের কাছে। এদিনের ডোর টু ডোর অভিযানে উপস্থিত ছিলেন তিপ্রামথা দলের মনোনীত প্রার্থী মহেন্দ্র দেববর্মা ছাড়াও দলীয় কর্মকর্তারা। এদিনের এই ডোর টু ডোর অভিযানে বেরিয়ে মহেন্দ্র দেববর্মা বলেন,,,, গ্রেটার তিপ্রাল্যান্ডের দাবি নিয়ে জাতি উপজাতি সকল অংশের গণদেবতাদের কাছে ভোট প্রদানের জন্য আহ্বান রাখেন।।



