মানুষ শান্তিপূর্ণভাবে উৎসবের মেজাজে ভোট প্রদান করেছেন। বিগত ৫ বছরে পঞ্চায়েতে যে সুশাসন প্রদান করা হয়েছে, গ্রামীণ সরকার সুন্দরভাবে কাজ করেছে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে, আগামী ৫ বছর জনগণ আবার সেই সুযোগ করে দেবেন।ইতিমধ্যে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতির অধিকাংশ আসনে বিনা প্রতিদ্বন্ধিতায় জয়ী হয়েছেন বিজেপি প্রার্থীরা। ত্রি-স্তর পঞ্চায়েত নিয়ে সাংবাদিকদের প্রশ্নোত্তরে একথা বললেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি দাবি করেন জিলা পরিষদের যে ৯৬ টি আসনে ভোট হয়েছে প্রতিটিতে বিজেপি জয়ী হবে। মন্ত্রী বলেন বিগত দিনে গ্রামীণ এলাকায় যে ভালো প্রশাসন উপহার দেওয়া হয়েছে এর উপর নির্ভর করে মানুষ আবার বিজেপির হাতে পঞ্চায়েতের দায়িত্বভার তুলে দেবেন। সাংবাদিকদের প্রশ্নোত্তরে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, গ্রামীণ এলাকায় আগামী দিনে অসম্পূর্ণ কাজ গুলিকে সম্পূর্ণ করা হবে।গ্রামীণ মানুষের সমর্থনকে পুঁজি করে আগামী দিনের নির্বাচনে ভালো ফলাফল হবে এই পঞ্চায়েত এর ফলাফল থেকে সেই আভাষ মিলবে।