Saturday, July 27, 2024
বাড়িশ্রেণী বহির্ভূতপোলিং স্টেশন থেকে বের করে দেওয়া হয়েছে বিরোধী দলের পুলিং এজেন্টদের অভিযোগ...

পোলিং স্টেশন থেকে বের করে দেওয়া হয়েছে বিরোধী দলের পুলিং এজেন্টদের অভিযোগ সুদীপের

গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসবে রাজ্যে অংশগ্রহণ করতে পারছেন না মানুষ ।শুক্রবার আচার্য প্রফুল্ল চন্দ্র স্কুলে ভোট দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই অভিযোগ করলেন কংগ্রেস বিধায়ক তথা এ আই সি সি সদস্য সুদীপ রায় বর্মন। তার আরো অভিযোগ, তার নিজ বিধানসভা কেন্দ্র থেকে ইন্ডিয়া জোটের পোলিং এজেন্টের এই প্রথমবারের মতো পোলিং স্টেশন থেকে বের করে দেওয়া হয়েছে।
শুক্রবার লোকসভা নির্বাচনে ভোট দিয়েছেন কংগ্রেস বিধায়ক তথা এআইসিসি সদস্য সুদীপ রায় বর্মন। আগরতলার আচার্য প্রফুল্ল চন্দ্র স্কুলে ভোটাধিকার প্রয়োগ করেন তিনি। ভোটাধিকার প্রয়োগ করে ভোটকেন্দ্র থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভোট দান সম্পর্কে একগুচ্ছ অভিযোগ আনেন কংগ্রেস বিধায়ক ।তিনি জানান, গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসবে সব মানুষ যদি অংশগ্রহণে করার সুযোগ পেতেন তবে তিনি অত্যন্ত খুশি হতেন। কিন্তু বৃহৎ অংশের ভোটারদের ভোট দিতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি ।তার আরো অভিযোগ ,অনেক ভোটারদের লাইন থেকে বের করে দেওয়া হয়েছে ।পাড়ায় পাড়ায় বেরিকেট সৃষ্টি করে ভোটারদের আটকে দেওয়া হয়েছে। পোলিং এজেন্টদের মারধোর করা হয়েছে বলে জানান তিনি। এদিন বিধায়ক সুদীপ রায় বর্মন অভিযোগ করে জানান, এই প্রথমবার তার বিধানসভা কেন্দ্রের বিভিন্ন পোলিং স্টেশন থেকে পোলিং এজেন্টের বের করে দেয়া হয়েছে ।তিনি জানান ,৬ আগরতলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত রাধানগরের ফরেনসিক ল্যাবের ভোট গ্রহণ কেন্দ্রে কংগ্রেস দলের এক পোলিং এজেন্ট ছিলেন। তার নাম গোপাল সাহা ।এদিন বিজেপির দুষ্কৃতীরা গোপাল সাহার বাড়ি গিয়ে তার স্ত্রীকে হুমকি দিয়ে বলেন, স্বামীকে পোলিং সেন্টার থেকে বেড় করে না আনলে তার সিথির সিঁদুর চিরতরে মুছে যাবে। দুষ্কৃতিদের এই হুমকি পেয়ে কাঁদতে কাঁদতে গিয়ে পোলিং স্টেশন থেকে স্বামীকে বের করে নিয়ে আসেন। সুদীপ রায় বর্মন আরো অভিযোগ করেন ,এদিন বাংলার মাঠ এলাকার একটি পোলিং স্টেশন থেকে দুই এজেন্টদের বের করে দেওয়া হয় ।তাদের নিয়ে একটি বাড়িতে বসিয়ে কথা বলছিলেন ইন্ডিয়া জোটের নেত্রী কৃষ্ণা রক্ষিত এবং শ্যামল পাল ।বিজেপির দুষ্কৃতীরা সেই বাড়িটি বেরিকেট করে রেখেছে ।তিনি আরো জানান ,পশ্চিম ত্রিপুরা লোকসভা নির্বাচন কেন্দ্রে প্রায় ১৫% ভোট আটকে দেওয়া হয়েছে ।এর ফল দেখা যাবে নির্বাচন শেষে প্রদত্ত ভোটের হারে ।তবে তিনি জানান ,নির্বাচনে ছাপ্পা ভোটের কেমন একটা খবর পাওয়া যায়নি।


RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

six − 1 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য