Saturday, July 27, 2024
বাড়িখবররাজ্যশান্তিপূর্ণভাবে সম্পন্ন হল অষ্টাদশ লোকসভা নির্বাচনের প্রথম ধাপ

শান্তিপূর্ণভাবে সম্পন্ন হল অষ্টাদশ লোকসভা নির্বাচনের প্রথম ধাপ

বিকেল পাঁচটায় সমাপ্ত হলো পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের ভোট গ্রহণ প্রক্রিয়া। একই সাথে সমাপ্ত হয় সাত রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোটগ্রহণ প্রক্রিয়াও। বেসরকারি সূত্রের খবর বিকেল সাড়ে চারটা পর্যন্ত পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রে প্রদত্ত ভোটের হার ৭৯% এর উপর। অপরদিকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রদত্ত ভোটের হার প্রায় ৭১ শতাংশ। এদিন সকাল সাতটা থেকে দুই নির্বাচনক্ষেত্রে ভোট গ্রহণ শুরু হয় ।সকাল থেকেই সংশ্লিষ্ট নির্বাচনী ক্ষেত্রগুলোর ভোট কেন্দ্রগুলিতে প্রচুর সংখ্যক ভোটারদের লাইন পরিলক্ষিত হয় ।এদিন প্রথম দুই ঘন্টায় পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রে প্রদত্ত ভোটের হাত ছিল ১৫.৯ শতাংশ । রামনগর বিধানসভা কেন্দ্রে প্রদত্ত ভোটের হার ছিল ১২.২৮ শতাংশ ।এরপর বেলা যতো বাড়তে থাকে ততই বাড়তে থাকে দুই নির্বাচনী কেন্দ্রের প্রদত্ত ভোটের হার।বিকেল তিনটা পর্যন্ত পশ্চিম আসনে ভোট পড়ে ৬৮.১১%। অপরদিকে রামনগর বিধানসভা কেন্দ্রে ভোট পড়ে ৫৬.৬৮ শতাংশ। ভোটের সময়সীমা পেরিয়ে গেলেও দুই কেন্দ্রেই বেশ কিছু পোলিং স্টেশনে এখনো ভোটারদের দীর্ঘ লাইন পরিলক্ষিত করা গেছে ।সেই থেকে অনুমান করা হচ্ছে ,দুই নির্বাচনী ক্ষেত্রেই প্রদত্ত ভোটের হার আরো বৃদ্ধি পেতে পারে। এদিকে ছোটখাটো দু একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া শান্তিপূর্ণ ভাবেই সমাপ্ত হয়েছে ভোটদান পর্ব।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

15 − 5 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য