Saturday, July 27, 2024
বাড়িশ্রেণী বহির্ভূতশুভম নাট্য চক্রের ২৫ বছর পূর্তি উপলক্ষে এক রক্তদান শিবিরের আয়োজন করা...

শুভম নাট্য চক্রের ২৫ বছর পূর্তি উপলক্ষে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়।

খোয়াই প্রতিনিধি ২৩শে ফেব্রুয়ারি…..শুভম নাট্য চক্রের ২৫ বছর পূর্তি উপলক্ষে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়।শুক্রবার দুপুরে খোয়াই বনকর স্থিত ভগৎ সিং জিনমাসিয়াম হলে সুভম নাট্য চক্রের উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়।উক্ত রক্তদান শিবিরের উদ্বোধন করেন খোয়াই জিলা পরিষদের সভাপতি সুব্রত মজুমদার এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শুভম নাট্যচক্রের সভাপতি পীযুষকান্তি চৌধুরী,খোয়াইয়ের বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব অভিক প্রসাদ চক্রবর্তী খোয়াই জেলা হাসপাতালে চিকিৎসক মনোজিৎ দেবনাথ সহ সংস্থার অন্যান্য সদস্যরা।এই দিন রক্তদান শিবিরে ৩০ জনের মতন স্বেচ্ছায় রক্তদান করেন। রক্তদান শিবিরে বক্তব্য রাখতে গিয়ে উদ্বোধক সুব্রত মজুমদার বলেন রক্তদানে কোন তুলনা হয় এর থেকে বড় দান পৃথিবীতে আর কিছু নেই। এই রক্তদান এমন একটি দান যা দান করলে একটি মানুষের জীবন বাঁচানো যায় তাইতো পৃথিবীর সমস্ত কিছু দানের মধ্যে রক্তদান কে সর্বশ্রেষ্ঠ দান বলে আক্ষা দিয়েছেন অনেক বুদ্ধিজীবী লোকেরা। তাতে করে মনের একটা প্রশান্তি অনুভূতি হয়।তাই তিনি প্রত্যেকটি সংগঠনকে অনুরোধ করেন রক্তদান এগিয়ে আসার জন্য কারণ বর্তমানে সময়ে খোয়াই জেলা হাসপাতালে সিজারিয়ান ব্যবস্থা রয়েছে পাশাপাশি ডায়ালাইসিস ইউনিটও খোলা হয়েছে সেখানে প্রচুর রক্ত লাগে এছাড়া খোয়াই শহরের বুকে অনেক থ্যালাসেমিয়া রোগী রয়েছে যাদেরকে কিছু দিন পরপর রক্ত দিতে হয় সেই রোগীরা রক্ত না পেলে মৃত্যুমুখে পতিত হবে। তাই ওইসব রোগীদের কথা চিন্তা করে পালা করে সবাইকে এগিয়ে এসে রক্ত দান করার জন্য আবেদন করেন ।তিনি এও বলেন একটা সময় ছিল রক্তদানে কথা বললে অনেক মানুষ ভয় পেত বিভিন্ন কারণে কিন্তু বর্তমান সময়ে এই ভয় এবং জরতা কে কাটিয়ে স্বেচ্ছায় রক্ত দান করতে আসে ওই সব ভয়াঅর্থ রক্তদাতারা তাই তিনি তাদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন এবং শুভম নাট্য চক্রের উদ্যোগ রক্তদান শিবির করার জন্য এই সংস্থাকে ধন্যবাদ জানান।অন্যদিকে সংস্থার সভাপতি পীযুষ্কান্তি চৌধুরী বলেন তাদের সংস্থার ২৫ বছর পূর্তি উপলক্ষে বছরব্যাপী বিভিন্ন অনুষ্ঠান হাতে নিয়েছেন এবং আগামী ২০২৫ সালের ২৬ শে জানুয়ারি তাদের বর্ষ বেপি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা হবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

sixteen + five =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য