বিশালগড় প্রতিনিধি, ২৩ অক্টোবর,বৃহস্পতিবার বেলা ৪ ঘটিকায়,সিপাহীজলা জেলা বিশালগড় মহকুমা অন্তগর্ত বিশালগড় মহকুমা হাসপাতালের তরফে সাংবাদিক সন্মেলন করা হয়।আজকের এই সাংবাদিক সন্মেলন উপস্থিত ছিলেন, বিশালগড় বিধানসভার বিজেপি বিধায়ক সুশান্ত দেব,সিপাহীজলা জেলাশাসক সিদ্ধার্থ শীব জসওয়াল, বিশালগড় মহকুমা স্বাস্থ্য আধিকারিক রাজীব সরকার সহ বিশালগড় মহকুমা স্বাস্থ্যকেন্দ্রে কর্মরত চিকিৎসক ও স্বাস্হ্য কর্মী বৃন্দ।



