বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ১০ই এপ্রিল…… ব্যাপক ঘটা করে এই প্রথম খোয়াইতে স্থাপিত হলো হনুমান মন্দির।বৃহস্পতিবার সকাল দশটায় খোয়াই বিমানবন্দরের পূর্ব দিকে চরগনকি এলাকায় উদ্বোধন হলো হনুমান মন্দিরের। এই মন্দিরের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ব হিন্দু পরিষদ সংগঠন ক্ষেত্র সংগঠন মন্ত্রী ডক্টর দীনেশ তেওয়ারি। এছাড়া মন্দির নির্মাণের জন্য চরগনকি এলাকায় ভূমি দান করেন বিশিষ্ট সমাজসেবী অভিজিৎ দত্ত ভৌমিক। সর্বমোট প্রায় ১৮ লক্ষ টাকা ব্যায়ে মন্দির নির্মাণ করা হয়। এবং মন্দিরের হনুমানের মূর্তিটি তৈরি করা হয়েছে স্বেত পাথর দিয়ে।এই মন্দিরটি নির্মাণ করতে প্রায় এক বছরের মত সময় লেগেছে। তাছাড়া বিভিন্ন ভক্ত প্রাণ মানুষেরা এই মন্দিরের জন্য অর্থ দান করেন। বৃহস্পতিবার সকালের জলভরা থেকে শুরু করে বিভিন্ন আচার অনুষ্ঠান ও পূজার্চনার মাধ্যমে এই মন্দিরটি উদ্বোধন হয়। পাশাপাশি এই খোয়াই শহরে এই প্রথম হনুমান মন্দির প্রতিষ্ঠা হয়। এই মন্দিরটির নামকরণ অনুসারে এই রাস্তার নামকরণ করা হয় চর গণকি হনুমান মন্দির রোড। এই হনুমান মন্দিরের উদ্বোধন উপলক্ষে দুপুরের পর থেকে হাজার হাজার ভক্ত প্রসাদ নিতে মন্দিরের ভিড় করতে দেখা গেছে। তবে খোয়াই বাসির অনেক দিনের সাধ ছিল খোয়াইতে যেন একটি হনুমান মন্দির স্থাপিত করে কেউ। অবশেষে তাদের সেই আশা পূর্ণ হল বৃহস্পতিবার এই হনুমান মন্দির স্থাপনের মাধ্যমে। এছাড়া সন্ধ্যায় মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে হনুমান চালিকা পাঠ,ভজন ও কির্তন ইত্যাদি বলে জানান মন্দির কমিটির কর্মকর্তারা।
,