Sunday, April 20, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদরাস্তার কাজ অর্ধ সমাপ্ত করে টাকা নিয়ে পালিয়ে গেল খোয়াই আর ডি...

রাস্তার কাজ অর্ধ সমাপ্ত করে টাকা নিয়ে পালিয়ে গেল খোয়াই আর ডি ব্লকের ইঞ্জিনিয়ার। ঘটনা খোয়াই ধলাবিল পঞ্চায়েত এলাকায়।

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ৯ই এপ্রিল…….খোয়াই আর ডি ব্লকের অন্তর্গত ধলাবিল গ্রাম পঞ্চায়েতের ২ নং ওয়ার্ডের ইট সোলিং এর কাজ অর্থ সমাপ্ত করে সেই কাজের কয়েক লক্ষ টাকা আত্মসাৎ করে পালিয়ে গেল খোয়াই আর ডি ব্লকের ইঞ্জিনিয়ার শংকর সরকার বলে অভিযোগ করেন এলাকাবাসী। ঘটনার বিবরণ দিয়ে এলাকাবাসীরা জানান ধলাবিল পঞ্চায়েতের ২ নং ওয়ার্ডের রাস্তাটি ইট সোলিং করার জন্য বরাত পেয়েছিলেন খোয়াই আর ডি ব্লকের ইঞ্জিনিয়ার শংকর সরকার ২০১৯ /২০ সালে। এলাকাবাসীরা এও জানান এই রাস্তাটি সংস্কারের জন্য তৎকালীন সময়ে সিপিএম সরকারকে বারবার জানানো সত্বে এই রাস্তাটি করে দেওয়া হয়নি। কিন্তু ২০১৮ সালের বিজেপি সরকার আসার পর ২০১৯-২০ সালে রাস্তাটি ঠিক করার জন্য খোয়াই আর ডি ব্লক সেই দায়িত্ব ভার পায় পঞ্চায়েতের কাজ অনুসারে। তখন সেই রাস্তাটি তৈরি করার দায়িত্ব পড়ে খোয়াই ব্লকের ইঞ্জিনিয়ার শংকর সরকারের উপর। তিনি সেই কাজটি শুরু করেন সম্পূর্ণ বর্ষাকালীন সময়ে বলে অভিযোগও করেন এলাকাবাসী। কারণ বর্ষাকালে কাজটি করার ফলে রাস্তাটির গুণগত মান একেবারে তলনের গিয়ে পড়ে। পাশাপাশি রাস্তাটির মাঝামাঝি অংশে একটি ওয়াল তৈরি করে দেওয়ার কথা এর জন্য বড় করে ড্রেনও কাটা হয় আজ পর্যন্ত সেই ড্রেনের উপর সাইড ওয়ালটিও তৈরি করা হয়নি। এলাকাবাসীরা ইঞ্জিনিয়ার কে জিজ্ঞেস করলে তিনি একবার বলছেন বোল্ডার করে দেবেন, একবার বলছেন এখানে পাকা ওয়াল করে দিবেন। এই বলে বিগত তিন বছর ধরে একের পর এক তাল বাহানা করে চলেছেন ইঞ্জিনিয়ার শংকর সরকার। এবং এই রাস্তা দিয়ে এলাকার পনের থেকে কুড়িটি পরিবারের লোকসহ বিভিন্ন এলাকার লোকজন আসা-যাওয়া করে। কারণ এই রাস্তাটি ধরে পাশে থাকা ইচালি ছড়া থেকে বালু তুলে বিভিন্ন নির্মাণ কাজে ব্যবহৃত হয় বলেও জানান। যার জন্য এই রাস্তাটির নাম পড়েছে ইচালি ছড়ার রাস্তা। এই রাস্তাটি অতিসত্বর সারাই করে দেওয়ার জন্য খোয়াই আইডি ব্লক এবং পঞ্চায়েত সমিতিকে জানালে পঞ্চায়েত সমিতির বিভিন্ন পদাধিকার থেকে শুরু করে ব্লক আধিকারিকরা সহ অনেকেই এসে রাস্তাটি পরিদর্শন করে গেলেও আজ পর্যন্ত সেই রাস্তাটি যেই তিমির ছিল সেই তিমিরে পড়ে রয়েছে। যদিও রাস্তাটি অতি দ্রুত মেরামতি করার দেওয়ার জন্য গ্রামবাসীরা জেলা শাসকের সাথে দেখা করবেন বলে জানান। এলাকাবাসীরা এও জানান এই রাস্তাটি তৈরি করার ক্ষেত্রে ইঞ্জিনিয়ার শংকর সরকার সম্পূর্ণ রাস্তাটি না করেই কয়েক লক্ষ টাকার বিল তুলে নিয়ে যান। এমনকি দপ্তরে এই রাস্তা বাবদ ৭০ থেকে ৮০ হাজার টাকা শুধু পড়ে রয়েছে বাকিটা কোন হদিস নেই। কাজ না করেই সমস্ত টাকা হাফিস করে দিয়েছেন সেই ইঞ্জিনিয়ার শংকর সরকার বলে ধারণা করছেন এলাকাবাসীরা। এবং এলাকাবাসীদের ধারণা বিভিন্ন সূত্রে যা খবর রয়েছে তাদের কাছে যে আর ডি ব্লকের সেই ইঞ্জিনিয়ার শংকর সরকার কাজ অর্থ সমাপ্ত করেই সম্পূর্ণ টাকা মেরে দিয়েছেন বলে তাদের ধারণা। বর্তমান সময়ে এলাকাবাসীদের দাবি অতি দ্রুত যাতে এই রাস্তাটি সারাই করে দেওয়া হয়। যাতে করে এলাকাবাসি এই রাস্তা দিয়ে সঠিকভাবে চলাচল করতে পারে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

4 × 2 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য