Sunday, April 20, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদঅনুষ্ঠিত হল খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা।

অনুষ্ঠিত হল খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা।

বাসুদেব ভট্টাচার্জী খোয়াই ২৮শে ফেব্রুয়ারি….. শুক্রবার সকাল দশ ঘটিকায় খোয়াই সরকারি দ্বাদশশ্রেণী বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা। এই বাৎসরিক ক্রিড়া প্রতিযোগিতায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোয়াই এর বিশিষ্ট সমাজসেবী বিনয় দেববর্মা এবং রঞ্জন দাস উপস্থিত ছিলেন স্কুলের ভারপ্রাপ্ত ইনচার্জ সুজিত পাল, উপস্থিত ছিলেন এই স্কুলের প্রাথমিক শাখার প্রধান শিক্ষক মিঠু দেবনাথ শিক্ষক রাজকুমার শুক্ল দাস, শিক্ষক মনোজ রায় সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা এবং এস এম সি কমিটির সদস্য কমল দেবনাথ, সহ অভিভাবক অভিভাবিকা মন্ডলী ও স্কুলের ছাত্র ছাত্রীরা। এই বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা পতাকা উত্তোলন এবং মশাল প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরবর্তীতে অনুষ্ঠানের অতিথিরা একে একে আলোচনা করেন। সব থেকে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন স্কুলের ভারপ্রাপ্ত ইনচার্জ এবং বিশিষ্ট সমাজসেবী রঞ্জন দাস । শ্রী দাস তিনি আলোচনা করতে গিয়ে তিনি ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন পড়াশোনার পাশাপাশি ছেলেমেয়েরা অবশ্যই খেলাধুলার ময়দানে নিজেদের ব্যস্ত রাখার প্রয়োজন। তাছাড়া তিনি আরো বলেন একটা সময় ছিল ছেলে মেয়েরা বিকাল তিনটার পর থেকে খেলাধুলার ময়দানে নিজেদের ব্যস্ত রাখত। কিন্তু সময়ের বিবর্তনে ছেলেমেয়েরা আস্তে আস্তে খেলাধুলার ময়দান থেকে হারিয়ে যাচ্ছে। অবশ্যই প্রত্যেক ছেলেমেয়েরা পড়াশোনার পাশাপাশি খেলাধুলা তে নিজেদের জড়িয়ে রাখার প্রয়োজন শরীর চর্চার জন্য। এরপর একে একে বিভিন্ন ইভেন্টের খেলাধুলা অনুষ্ঠিত হয়। এবং এইসব খেলাধুলায় যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছে তাদেরকে পুরস্কার প্রদান করা হয়। সবমিলিয়ে আজ স্কুল প্রাঙ্গণ ছিল অনেকটাই জমজমাট। অভিভাবক এবং ছাত্র-ছাত্রীদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

18 − ten =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য