Monday, February 17, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদতেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে মদের আসরে অভিযান চালালো হাসপাতালের কর্তব্যরত বেসরকারি নিরাপত্তা রক্ষীরা।...

তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে মদের আসরে অভিযান চালালো হাসপাতালের কর্তব্যরত বেসরকারি নিরাপত্তা রক্ষীরা। এই অভিযানে আটক হয় দুই মদমত্ত যুবক।

তেলিয়ামুড়া প্রতিনিধি :-
এবার তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে মদের আস অভিযান চালালো হাসপাতালের কর্তব্যরত বেসরকারি নিরাপত্তা রক্ষীরা। এই অভিযানে আটক হয় দুই মদমত্ত যুবক।
খবরে প্রকাশ, শুক্রবার তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের বিল্ডিং-এর ভেতরে দুই যুবক মিলে মদের আসর নিয়ে বসে। যথারীতি ঘটনাটি নজর এড়ায়নি হাসপাতলে থাকা অন্যান্য রোগী-পরিজনদের। তৎসঙ্গে এই খবর পৌঁছায় হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে থাকা নিরাপত্তা রক্ষীদের কাছে। এই খবর পাওয়া মাত্রই হাসপাতালের কর্তব্যরত নিরাপত্তা রক্ষীরা সঙ্ঘবদ্ধ ভাবে মদের আসরে অভিযান চালিয়ে মদের বোতলসহ দুই যুবককে আটক করতে সক্ষম হয়। এক পর্যায়ে ওই দুই মদমত্ত যুবক বাক বিতন্ডা সহ হাতাহাতিতে জড়িয়ে পড়ে নিরাপত্তা রক্ষীদের সঙ্গে। পরবর্তীতে এই ঘটনার খবর দেওয়া হয় তেলিয়ামুড়া থানার পুলিশকে, ঘটনার খবর পেয়ে তেলিয়ামুড়া থানার পুলিশ ঢাল তরোয়াল নিধি রাম সর্দারের মত তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে পৌঁছে ওই দুই মদমত্ত যুবককে আটক করে নিয়ে আসে তেলিয়ামুড়া থানায়। এদিকে সচেতন মহল জুড়ে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে যে, যদি মহকুমার মূল হাসপাতালই নেশা কারবারীদের আসরের ঠিকানা হয়ে ওঠে, তাহলে আদৌ নেশা মুক্ত সমাজ গঠনের বর্তমান রাজ্য সরকারের স্বপ্ন কতটা বাস্তবায়িত হবে। এটাই এখন লাখ টাকার প্রশ্ন!!

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

eleven + four =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য