বাসুদেব ভট্টাচার্জী খোয়াই ২৩ শে জানুয়ারি….জি নেক্সট মডেল স্কুল খোয়াই মহকুমা এলাকাতে একটি ভালো মানের স্কুল হিসেবে পরিচিতি পরিচিতি লাভ করেছে অল্প কিছু বছরের মধ্যেই। স্কুলটি ছোট পরিসরে শুরু করলেও বর্তমানে ভালো সংখ্যক ছাত্র-ছাত্রী এই স্কুলে পড়াশোনা করছেন এবং ভালো ফলাফল করছে। বুধবার সন্ধ্যায় স্কুলটির বাৎসরিক দিবস উদযাপিত হল খোয়াই নতুন টাউন হলে। এই বাৎসরিক দিবস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোয়াই পুর পরিষদের চেয়ারম্যান দেবাশীষ নাথ শর্মা। খোয়াই জেলা শাসক চাঁদনী চন্দ্রন, স্কুল কমিটির চেয়ারম্যান তথা অঞ্জন গোস্বামী সহ অন্যান্যরা। মূলত বেশ কিছু বছর ধরে প্রতিবছর জি নেক্সট মডেল স্কুল এইরকম বাৎসরিক দিবস উদযাপন করে আসছে।। আর এই অনুষ্ঠানটি কে ঘিরে স্কুলের ছাত্র-ছাত্রী অভিভাবক এবং খোয়াই এর প্রচুর সংখ্যক শিক্ষা অনুরাগী এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন। বুধবার সন্ধ্যায় এই বাৎসরিক দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি দেবাশীষ নাথ শর্মা আলোচনা করতে গিয়ে তিনি তুলে ধরেন এই স্কুলটি স্বল্প পরিসরে শুরু করল ও বর্তমান সময়ে খোয়াই মহকুমা তথা জেলাতে ভালো একটি স্কুলের নিদর্শন তৈরি করতে পেরেছে স্বল্প সময়ের মধ্যেই। এর পেছনে অক্লান্ত পরিশ্রম রয়েছে স্কুল পরিচালনা কমিটি স্কুলের শিক্ষক শিক্ষিকারা এবং খোয়াই এর অভিভাবক ও শিক্ষা অনুরাগীদের সার্বিক সহযোগিতা। স্কুল কমিটির চেয়ারম্যান অঞ্জন গোস্বামী ওনার আলোচনাতে এই স্কুলটির উন্নয়নের পেছনে সকলের হাত রয়েছে এবং সকলের কাছে সাহায্য সহযোগিতার আহ্বান রাখেন স্কুলটি উন্নয়নের করার ক্ষেত্রে। এবং তিনি ঘোষণা প্রদান করেন খুব দ্রুততার সঙ্গে এই স্কুলটি নবনির্মিত ২০৮ নং জাতীয় সড়কের পাশে নতুন জায়গা নেওয়া হয়েছে সেখানে নব নির্মিত ভাবে তৈরি করা হবে এই স্কুলটি। জেলাশাসক উনার আলোচনাটি সম্পূর্ণ ইংরেজিতে করেন। এই স্কুলটি যে ইংরেজি মাধ্যম স্কুল জেলাশাসক এই অনুষ্ঠানে আগত ছাত্র-ছাত্রীদেরকে ইংরেজিতে বিভিন্ন প্রশ্ন করেন চিৎকার করে ছেলেমেয়েরা উত্তর দিয়েছেন এতে বুঝা গেছে স্কুলের পঠন-পাটন নিয়ে জেলা শাসক চাঁদনী চন্দ্রন অনেকটাই আপ্লুত। অনুষ্ঠানের প্রথম পর্ব শেষ হওয়ার পর এই স্কুলের ছেলে মেয়েদেরকে দিয়ে বিভিন্ন সংস্কৃতি অনুষ্ঠান করা হয় যা ছিল বেশ জমজমাট। এবং অনুষ্ঠানে আগত অতিথিরা দীর্ঘক্ষণ বসে অনুষ্ঠান উপভোগ করতেও দেখা গেছে শেষ অব্দি।