বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ১৩ই জানুয়ারি…….আজ থেকে ২৩ বছর আগে অর্থাৎ ২০০২ সালের ১৩ ই জানুয়ারি ঠিক এমনই দিনে সন্ধ্যা বেলায় যখন ওই এলাকা লোকজন বেড়া ঘর প্রচলিত ভাষায় বুড়িঘরের পিকনিকের জন্য বাজার করতে সেই বাজারে লোকজনের ভিড় বাড়তে শুরু করে। তখনই খোয়াই বিধানসভার অন্তর্গত সিঙ্গীছড়ার দুই নং বাজারে সংঘটিত হয় গণহত্যা। পৌষ সংক্রান্তির আগের দিন অর্থাৎ বুড়ি ঘরের পিকনিকের জন্য ঐ সন্ধ্যায় যখন গ্রামের ক্রেতা বিক্রেতারা বাজার করছিলেন ঠিক সেই সময় লাটা বাড়ির দিক থেকে এসে এ টি টি এফ উগ্রপন্থীরা বাজারে প্রবেশ করে অতর্কিত হামলার সংগঠিত করে বাজারে থাকা লোকজনদের উপর। উগ্রবাদীদের হাতে থাকা আগ্নেয়াস্ত্র এ কে ৪৭ দিয়ে এলোপাথাড়ি বুলেট ছুড়তে থাকে। তাদের ছোড়া সেই তপ্ত বুলেটে ঘটনাস্থলে ১৬ জন মানুষ খুন হয়ে যায় ঐ দিন সন্ধ্যায়। তাছাড়া উগ্রবাদীদের ছোড়া তপ্ত বুলেটে গুরুতর আহত হয় আরো বেশ কয়েকজন। ওই ঘটনার পর গোটা বাজারের সেই বীভৎসতার চিত্র আজও খোয়াইয়ের মানুষ ভুলতে পারেনি। ঐদিন ঘটনায় যাদের মৃত্যু হয়েছিল এরা হলেন মনিন্দ্র নন্দী, নগেন্দ্র পাল, নিতাই কানু, আবু নাথ শর্মা, বলাই কানু, সোমা নাথ শর্মা, তমাল গোস্বামী, অরবিন্দ গোস্বামী (বাবলু), পরিতোষ দাস, মেঘ সবর, বাবুল নন্দী, রেনু খদাল দাস, স্বপ্না খদাল দাস, বিনোদ পাল, মালতি পাল ও মন্টু পাল। এরপর ২০১৮ সালে রাজ্যে সরকার পরিবর্তনের পর বর্তমান শাসক দল প্রতি বৎসর ১৩ই জানুয়ারি শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলি প্রদান করে আসছে। এবারও ভারতীয় জনতা পার্টি খোয়াই মন্ডল কমিটির উদ্যোগে সোমবার সকাল ৯ টায় সিঙ্গিছড়া 2 নং বাজারে শহীদদের স্মরণে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়। এবার প্রথম সেখানে শহীদদের স্মরণে একটি স্মৃতিসৌধ তৈরি করা হয়। সেই সেই স্মৃতি সৌধতে ১৬ টি মোমবাতি জ্বালিয়ে পুষ্পার্ঘ অর্পণ করে শহীদদের শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়।এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টি খোয়াই জেলা কমিটির সাধারণ সম্পাদক সমীর কুমার দাস মন্ডল সভাপতি অনুকূল দাস খোয়াই পুর পরিষদের চেয়ারম্যান দেবাশীষ নাথশর্মা, মন্ডল সাধারণ সম্পাদক অনিমেষ নাগ সহ-সভাপতি প্রণব বিশ্বাস পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান টিংকু ভট্টাচার্যী বি জে পি নেতৃত্ব পরিমল দেবনাথ, বিজয় কুমার নাথ সহ আরো অন্যান্য নেতৃত্বরা সহ শহীদ পরিবারের আত্মীয় পরিজনরা। অনুষ্ঠান শেষে মন্ডলের পক্ষ থেকে জানানো হয় যেহেতু সোমবার দিনটি সংক্রান্তির আগের দিন তাই এবারই প্রথম এই শহীদ দের স্মরণে সমাবেশ করা হবে আগামী ১৭ জানুয়ারি বেলা ২ ঘটিকায়। সমাবেশটি অনুষ্ঠিত হবে সিঙ্গীছড়া ২নং বিদ্যালয়ের মাঠে। এই সমাবেশে রাজ্যের বিভিন্ন নেতৃত্বরা উপস্থিত থাকবেন বলে খোয়াই মন্ডল কর্তৃপক্ষরা জানান।